দুর্নীতি নিয়ে এ রাজ্যে সরব কংগ্রেস।অথচ ছত্তীসগড়ে সেই কংগ্রেসই জড়াল বড়সড় দুর্নীতিতে।যে সে অঙ্ক নয়,প্রায় ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ছত্তীসগঢ়ে মদ দুর্নীতি মামলার তদন্তে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।শনিবার এই দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা তথা রাইপুরের মেয়র আইজাজ ধীবরের ভাই আনোয়ার ধীবর। রাইপুরে একটি হোটেলে তল্লাশির সময় তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।
ইডির তরফে জানানো হয়েছে, প্রায় ২ হাজার কোটি টাকার এই দুর্নীতির নেপথ্যে রয়েছে একাধিক রাজনৈতিক নেতা-সহ প্রভাবশালী ব্যক্তি। ইডির দাবি, ২০১৯ থেকে ২০২২, ছত্তীসগঢ়ে বিশাল অঙ্কের টাকার আবগারি নিয়ে দুর্নীতি হয়েছে।
