Thursday, August 21, 2025

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এই এখন মুর্শিদাবাদে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিভিন্ন ব্লকে জনসংযোগ যাত্রায় কখনও রোড শো, কখনও পদযাত্রা, কখনও জনসভা বা কর্মিসভা করছেন অভিষেক। নীবিড় জনসংযোগে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে মেঝেতে বসে মাছ-ভাত খাচ্ছেন। রাস্তার ধারের চায়ের দোকানে চা পান করতে করতে চলছে সুবিধা-অসুবিধা জেনে নেওয়া। রবিবার, বিকেলে তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় একঝাঁক উদীয়মান খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন অভিষেক। একশটে জালে জড়ালেন বল।

রবিবার সকালে ভগবানগোলা, নওদা, জিয়াগঞ্জে রোড শো করেন অভিষেক। জনজোয়ার তাঁর রোড শো ঘিরে। এরপর বেলডাঙায় যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে কিশোর, তরুণ খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন তিনি। আবদার মেনে ফুটবলে সই দেন। তারপরই নিজেই বলে শট মারেন। সোজা বল গিয়ে ঢোকে গোল পোস্ট। মাঠ জুড়ে আওয়াজ ওঠে “গোওওল”।

অভিষেক নিজের পেজে এই ছবি পোস্ট করে লেখেন, “এই প্রতিভাবান ছেলে-মেয়েরাই বাংলার ক্রীড়া জগতের ভবিষ্যৎ। ওদের দুচোখে অনেক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করতে প্রতি মুহূর্তে পরিশ্রম ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই তরুণের দল। এই লড়াইয়ে আমি ওদের পাশে থাকবই। সবরকমভাবে সহযোগিতা করব।এই তরুণদের ক্রীড়ামনস্কতা ও প্রত্যয় যে-কোনও বাধা, বিপত্তি পেরিয়ে যাওয়ার শক্তি জোগায়। বাংলার প্রতিটি কোণায় এই মানসিকতার প্রসার ঘটাব আমরা।“

সবসময় ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে পাশে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খেলার জন্য ক্লাবগুলি আর্থিক সাহায্যও দেয় রাজ্য। এদিন, তরুণ খেলোয়াড়দের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সাংসদ।

 


 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version