Wednesday, November 12, 2025

অরুণ জেটলিতে গলল বরফ, হাত মেলালেন সৌরভ-বিরাট, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

চিন্নস্বামীতে যেটা হয়নি, সেটা হল অরুণ জেটলি স্টেডিয়ামে। চিন্নস্বামী দেখে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি শীতল সংঘাত। ডাগ আউটে বসে থাকা সৌরভের দিকে কড়া চাউনি হোক কিংবা ম‍্যাচ শেষে দু’জনের সৌজন্য হাত না মেলানো। যে দৃশ‍্য ঝড় তুলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়াম দেখল অন‍্য দৃশ‍্য। সামনাসামনি চলে আসেন বিরাট-সৌরভ। সৌরভ কাছে টেনে নেন কোহলিকে। হাত মেলালেন তাঁরা। সেই সঙ্গে কোহলির কাঁধে হাত রেখে কিছু বললেনও। যেই ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, কয়েক বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বোর্ড সভাপতি এবং বিরাট জাতীয় দলের  অধিনায়ক, সেই সময় থেকেই দুজনের সংঘাত শুরু। কোহলি টি-২০ নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর সৌরভ সংবাদমাধ্যমে বলেন, কোহলিকে অনুরোধ করা হয়েছিল নেতৃত্ব না ছাড়ার জন্য। পাল্টা দক্ষিণ আফ্রিকা সফরের যাওয়ার আগে দেশের মাটিতে বিষ্ফোরক প্রেস কনফারেন্স-এ কোহলি জানান, বোর্ডের তরফে অবশ্য তাঁর কাছে কোনও অনুরোধ আসেনি। সরাসরি সৌরভের বক্তব্যকে মিথ‍্যা বলার কথা বলেন বিরাট। এরপরে একদিনের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় কোহলিকে। বোর্ডের তরফে বলা হয় সীমিত ওভারের দুই ফরম্যাটে আলাদা আলাদা নেতার প্রয়োজন নেই। এরপর ক্ষুব্ধ হয়ে কোহলি দক্ষিণ আফ্রিকা সফরের পরেই টেস্টের নেতৃত্ব-ও ছেড়ে দেন।

আরও পড়ুন:সৌরভের করা মন্তব্য নিয়ে মুখ খুললেন বিনেশ, যন্তর মন্তরে মহারাজকে আমন্ত্রণ আন্দলনকারী কুস্তিগিরের

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version