Saturday, November 15, 2025

৩৪ থেকে কমে ২২ হয়েছে বলেই টাকা আটকে দিয়েছে: পাওনা আদায়ে দিল্লিকে তোপ অভিষেকের

Date:

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে রাজ্যজুড়ে জনসংযোগ প্রচারে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। উত্তরবঙ্গ সফর সেরে বর্তমানে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে পৌঁছেছেন তৃণমূলের(TMC) যুবরাজ। সোমবার মুর্শিদাবাদের(Murshidabad) নবগ্রামের জনসভা থেকে চাঁচাছোলা ভাষায় কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার উন্নয়নের খতিয়ান। পাশাপাশি জানালেন, ৩৪ থেকে কমে ২২ হয়েছে বলেই আপনাদের টাকা আটকে রাখার সাহস পেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

সোমবার নবগ্রামের জনসভা থেকে বিজেপি ও কংগ্রেসকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল যখন জিতেছে, বিজেপি চেয়েও বাংলার টাকা আটকাতে পারেনি। ২০১৪ থেকে ২০১৯, নরেন্দ্র মোদি ক্ষমতায়। তৃণমূলের ৩৪টা সাংসদ। নরেন্দ্র মোদি পেরেছেন মানুষের টাকা আটকে রাখতে? পারেননি। কারণ, ৩৪ জন সাংসদ ছিল। ২০১৯-এ সাংসদ ৩৪ থেকে কমে হল ২২। সঙ্গে সঙ্গে আপনার টাকা আটকে গেল। তৃণমূল জিতলে মানুষ শক্তিশালী হবে, তৃণমূল হারলে মানুষ দুর্বল হবে। কারণ তৃণমূল মানুষের দল। বাংলার মানুষের অধিকার দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার দায়িত্ব আমাদের। মানুষকে সংগঠিত করার দায়িত্ব আপনাদের সকলের।”

পাশাপাশি অভিষেক বলেন, “মুর্শিদাবাদের ২০ লক্ষ মানুষের জীবন জীবিকা ১০০ দিনের কাজের উপর চলে। এই টাকা ফিরিয়ে আনতে দিল্লির বুকে আন্দোলন করতে আমরা পিছুপা হবো না। আপনাদের স্বার্থে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো।” পাশাপাশি তিনি বলেন, “১০ লক্ষ মানুষ যদি ভাবে দিল্লি যাবো। টাকা আটকে রাখার ক্ষমতা কোনও নেতার নেই।” কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করে তিনি আরো জানান, বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের ১০০০ টাকা করে দিচ্ছে আর কেন্দ্রের মোদি সরকার আধার প্যান কার্ডের নামে হাজার টাকা করে নিয়ে নিচ্ছে। তেলের দাম গ্যাসের দাম আপনাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আজ আকাশ ছোঁয়া।”

এছাড়াও মুর্শিদাবাদের কত মানুষ রাজ্য সরকারের কি কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তার খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং জানান, “তৃণমূল কথা দিয়ে কথা রাখে। কেন্দ্রীয় সরকার বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে তারপরও একের পর এক উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। দীর্ঘ ৭০ বছর কংগ্রেস ক্ষমতা ছিল ২০১৪ সাল থেকে বিজেপি ক্ষমতায়। আপনারা রিপোর্ট কার্ড আনুন কথা দিচ্ছি বিজেপি কংগ্রেসকে ১০-০ গোল দেব।” জনগণের উদ্দেশ্যে অভিষেক জানান, “আমরা যা বলেছি তা করেছি। আপনারা ভোট দেবেন চোখে দেখে, কানে শুনে নয়। তৃণমূল কংগ্রেস হলো উন্নত মানের ডিভিডি। এখানে আপনারা কানে শুনতে পাবেন চোখে দেখতেও পাবেন। কিন্তু বিজেপি ও কংগ্রেস হলো ভাঙা অডিও ক্যাসেট শুধু শুনতে পাবেন চোখে দেখতে পাবেন না।” একই সঙ্গে তৃণমূলের নবজোয়ার প্রকল্পের আসল উদ্দেশ্য তুলে ধরে অভিষেক বলেন, “হেরে গিয়ে মানুষকে শাস্তি নয় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে স্বস্তি দেওয়ার নামই তৃণমূলের নবজোয়ার।” কেন্দ্রের বিজেপিকে তোপ দেখে তিনি জানান, “গলা কেটে দিলেও দিল্লির বশ্যতা আমরা স্বীকার করব না প্রয়োজনে এক বেলা খাব। কিন্তু মাথা নত করব না।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version