Tuesday, November 11, 2025

কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় তদন্তে সহযোগিতা করবেন অভিষেক, আদালতে সময় চেয়ে আবেদন

Date:

নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় তদন্তে সহযোগিতা করবেন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, ঘোষিত কর্মসূচিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে আদালতের সময় চেয়ে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) পর্যবেক্ষণের প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। তার জেরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে পাঠানো হয়। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, তদন্তের প্রয়োজনে তৃণমূল সাংসদকে মামলায় পার্টি করা হোক।

এই প্রসঙ্গে এজলাসে বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) বলেন, ”যেকোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা। এতে অসুবিধা কোথায়?” অভিষেকের পক্ষ থেকে আইনজীবী জানান, তদন্তে সহযোগিতা করবেন তৃণমূল সাংসদ। কিন্তু তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে দুমাস রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন। সুতরাং তাঁকে সময় দেওয়া হোক বলে আবেদন জানানো হয়। ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।

 

 

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version