Thursday, August 21, 2025

বাঙালি ভাবাবেগে শান দিতে রবীন্দ্রজয়ন্তীকে বেছে নিলেন অমিত শাহ, রাতেই পা রাখবেন শহরে

Date:

এখনও মাস পেরোয়নি, চৈত্র সংক্রান্তিতে দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ। সফরসূচির পুরোটাই ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে ভরা। তখনই জানিয়েছিলেন পঁচিশে বৈশাখের সময় অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীতে ফের বাংলায় আসবেন তিনি। সেই মতো আজ, সোমবার রাত সাড়ে ১০টায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:কেরলে নৌকাডুবিতে মৃ.তের সংখ্যা ২০ পার!টুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

তবে এবার সফরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন অমিত শাহ। এখনও যা সফরসূচি স্থির আছে তাতে মঙ্গলবার দিনভর তিনটি কর্মসূচি সেরে সন্ধ্যে ৭টা ৫০ নাগাদ কলকাতা ছাড়বেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ২টি অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। প্রথমটি সকালে। ১০টা ৪০-এ পৌছবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। রবীন্দ্রমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। মিনিট ২০ জোড়াসাঁকোয় থেকে অমিত শাহ রওনা দেবেন ভারত-বাংলাদেশ সীমানার পেট্রাপোলে। বেলা ১২টা থেকে পরপর পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন, ইন্দো-বাংলার দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস ও সীমান্ত পরিদর্শন করবেন। এরপর মধ্যাহ্নভোজ সেরে কলকাতায় রওনা দেবেন। কলকাতায় ফিরে দুপুরে নিউটাউনের হোটেলে রাজ্য শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। এরপর সন্ধেয় সায়েন্সসিটিতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর সন্ধ্যে ৭টা ৫০ নাগাদ কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



এর আগে বাংলা নববর্ষের সময়ও রাজ্যে এসেছিলেন অমিত শাহ। চৈত্র সংক্রান্তিতে বীরভূমে দলের সভা থেকে ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন। ফের একবার বাঙালি আবেগে শান দিতে রবীন্দ্র জয়ন্তীকে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version