Saturday, May 17, 2025

ইস্টবেঙ্গলের চমক। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ক্লাব আধুনিকীকরণে চমক দিল ইস্টবেঙ্গল। ক্লাবের নবনির্মিত মেম্বার্স লাউঞ্জের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নতুন মরশুমের আগেই সদস্য, সমর্থক ও লাল-হলুদ পরিবারকে উপহার ক্লাবের।

রবিবার সন্ধ্যায় ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানে মেম্বার্স লাউঞ্জের উদ্বোধনে রীতিমতো চাঁদের হাট। মেয়রের পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বিভিন্ন স্পনসর কর্তা এবং ক্লাবের একঝাঁক প্রাক্তন ফুটবলার। ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশ চৌধুরীর নাতি অমরেশ চৌধুরী। নবনির্মিত মেম্বার্স লাউঞ্জ প্রতিদিন দুপুর ১২টা থেকে খোলা থাকবে। লাঞ্চ থেকে ডিনারে ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল এবং যে কোনওরকমের স্ন্যাকস পাওয়া যাবে। এছাড়াও সবরকমের নরম পানীয় এবং হার্ড ড্রিঙ্কস এখানে পাওয়া যাবে। লাউঞ্জের উদ্বোধন করে মেয়র ববি হাকিম বললেন, ‘‘ইস্টবেঙ্গল ক্লাবে আধুনিকীকরণ দেখে খুব ভাল লাগছে। ফুটবলে হয়তো খারাপ সময় চলছে। আশা করি, দ্রুত ঘুরে দাঁড়িয়ে ট্রফি জয় শুরু করবে দল।’’

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তাদের বার্তা দিয়ে বললেন, ‘‘মোহনবাগানের স্পনসর, বিনিয়োগকারীরা যখন ভাল ফুটবলার সই করাতে কার্পণ্য করছে না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ছে তারা। অথচ, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীরা কোনওমতে একটা দল নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি চাই, ওরাও শক্তিশালী দল গড়ুক। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য, গরিমা অক্ষত থাকুক। শুধু মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই নয়, দলগঠন নিয়ে স্পনসর-লগ্নিকারীদের মধ্যেও লড়াই জারি থাকুক। এটাই আমরা চাই।’’

আরও পড়ুন:ব‍‍্যর্থ বাটলারের ৯৫, রাজস্থানকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ

 

Related articles

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...
Exit mobile version