Monday, May 5, 2025

১১ হাজার সরকারি গাড়ি বাতিলের নির্দেশ পরিবহন দফতরের!

Date:

Share post:

আদালতের (Court Order) নির্দেশ মেনে এবার রাজ্যের ১১ হাজার সরকারি গাড়ি (Government Vehicle) বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর (State Transport Department)। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব গাড়ির বয়স ১৫ বছরের বেশি , সেই গাড়িগুলিকেই বাতিল করা সিদ্ধান্ত জানানোর পর থেকে নির্দেশ কার্যকরী করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরিবহন দফতর (State Transport Department) সূত্রে খবর গাড়ির নম্বর ধরে ধরে চিহ্নিতকরণের কাজ চলছে।

 

পুরনো গাড়ি থেকে দূষণের সম্ভাবনা অনেক বেশি পাশাপাশি সেইসব গাড়ির নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন তুলেছে আদালত। তাই বিপদ এড়াতে কোন রকমে ঝুঁকি নিতে চাইনি প্রশাসন। ১৫ বছরের বেশি বয়সের গাড়ির তালিকায় রাজ্যের প্রায় ১০০ সরকারি বাস রয়েছে। সংখ্যাটা কম হওয়ায় এই বাস চিহ্নিত করে বাতিল করার কাজটা খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন পরিবহন দফতরের কর্মীরা। একই সঙ্গে পরিবহণ দফতরের খাতা থেকেও ওই গাড়িগুলির নম্বর মুছে ফেলা হবে। তবে আচমকাই ১১ হাজার গাড়ি বাতিল করা সম্ভব নয় বলেই মনে করছেন পরিবহণ দফতরের একাংশ। ধাপে ধাপে কাজটি সম্পন্ন করতে হবে। আসলে পরিবহণ দফতর সূত্রে খবর, বাতিলের তালিকায় থাকা গাড়িগুলির মধ্যে একটা বড় অংশ পরিবহন দফতরের শীর্ষ আধিকারিকদের জন্য ব্যবহার হয়। এক ঝটকায় সব গাড়ি বাতিল করা হলে অথৈ জলে পড়বে পরিবহন দফতর। শীর্ষ আধিকারিকদের জন্য গাড়ির ব্যবস্থা করতে নাজেহাল হতে হবে। ১৫ বছরের বেশি বয়স যে সমস্ত বেসরকারি যানবাহনের তাদেরকে রাস্তায় নামার অনুমতি দেয় না পরিবহন দফতর। এবার সরকারি বাসের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হল।


 

spot_img

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...