অবশেষে গ্রেফতার পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান (Imran Khan)। মঙ্গলবার, ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে পাকিস্তানি রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করে।
এদিন ইসলামাবাদ হাই কোর্ট চত্বরে ইমরান ঢুকতেই তাঁকে ঘিরে ফেলে পাক রেঞ্জার্স। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের সময় PTI কর্মী-সমর্থকরা বাধা দেন। বাধা দেন ইমরানের আইনজীবীও। সেই সময় পাক রেঞ্জার্সের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। আহত হন ইমরানের আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় ওই সংঘর্ষের ছবি ছড়িয়ে পড়ে। পিটিআই নেত্রী মুসারত চিমাকে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, “ওরা ইমরান খানের উপরে অত্যাচার করছে। ওরা খান সাহেবকে মারধর করছে।”
এদিন ইসলামাবাদ পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, আলকাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।