Wednesday, August 13, 2025

শান্তিনিকেতন নয়, জোড়াসাঁকো রবীন্দ্রনাথের জন্মস্থান, শাহকে খোঁচা মেরে যা বললো তৃণমূল

Date:

আজ, মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে (Rabindra Birth Anniversary) বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন শাহ। প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানে অংশ নেন। এরপর পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যায় সায়েন্স সিটিতে ফের রবীন্দ্র জয়ন্তীর অপর একটি অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে, কবিগুরুকে (Rabindranath Tagore)  শ্রদ্ধা-সম্মান জানাতে নয়, রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) মনে করছে রাজনৈতিক উদ্দেশ্যেই রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে এসেছেন অমিত শাহ। রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে বাঙালি আবেগে শান দেওয়াই লক্ষ্য। বরং, এই সময় তাঁর অশান্ত মণিপুরে যাওয়া উচিত।

এদিকে, তৃণমূলের তরফে আগেই শাহের উদ্দেশে পাঁচ প্রশ্ন রাখা হয়েছিল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) ও শশী পাঁজা (Sashi Panja) দাবি করলেন, অমিত শাহ একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি।

তৃণমূলের প্রশ্ন উত্তর-পূর্বের মনিপুর জ্বলছে। কেন এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না সেই প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল? তৃণমূলের দাবি, এমন ঘটনা বাংলায় হলে ফ্যাক্ট ফাইন্ডিংয়ে এতক্ষণে একের পর এক কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিতেন এই অমিত শাহ। ১০০ দিনের কাজ-সহ বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে রাজ্যের মানুষকে ভাতে মারা হচ্ছে কেন? সেইসঙ্গে ইডির চার্জশিটে বিএসএফ-এর নাম থাকা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চেয়েছিল তৃণমূল। কৈলাস বিজয়বর্গীয়র মহিলাদের সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের কথা টেনেও শাহের বিবৃতি চেয়েছিল তৃণমূল।

সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কটাক্ষের সুরে আরও বলল, অমিত শাহ অন্তত বাংলায় এসে একটি শিক্ষালাভ করে গেলেন। শাহকে খোঁচা মেরে পার্থ ভৌমিক বলেন, “এর আগে বাংলায় এসে অমিত শাহ বলেছিলেন, শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জন্মস্থান। এবার অন্তত শিক্ষালাভ করে গেলেন যে শান্তিনিকেতন নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁর জন্ম হয়েছিল।”


 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version