Sunday, November 9, 2025

শান্তিনিকেতন নয়, জোড়াসাঁকো রবীন্দ্রনাথের জন্মস্থান, শাহকে খোঁচা মেরে যা বললো তৃণমূল

Date:

আজ, মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে (Rabindra Birth Anniversary) বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন শাহ। প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানে অংশ নেন। এরপর পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যায় সায়েন্স সিটিতে ফের রবীন্দ্র জয়ন্তীর অপর একটি অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে, কবিগুরুকে (Rabindranath Tagore)  শ্রদ্ধা-সম্মান জানাতে নয়, রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) মনে করছে রাজনৈতিক উদ্দেশ্যেই রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে এসেছেন অমিত শাহ। রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে বাঙালি আবেগে শান দেওয়াই লক্ষ্য। বরং, এই সময় তাঁর অশান্ত মণিপুরে যাওয়া উচিত।

এদিকে, তৃণমূলের তরফে আগেই শাহের উদ্দেশে পাঁচ প্রশ্ন রাখা হয়েছিল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) ও শশী পাঁজা (Sashi Panja) দাবি করলেন, অমিত শাহ একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি।

তৃণমূলের প্রশ্ন উত্তর-পূর্বের মনিপুর জ্বলছে। কেন এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না সেই প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল? তৃণমূলের দাবি, এমন ঘটনা বাংলায় হলে ফ্যাক্ট ফাইন্ডিংয়ে এতক্ষণে একের পর এক কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিতেন এই অমিত শাহ। ১০০ দিনের কাজ-সহ বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে রাজ্যের মানুষকে ভাতে মারা হচ্ছে কেন? সেইসঙ্গে ইডির চার্জশিটে বিএসএফ-এর নাম থাকা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চেয়েছিল তৃণমূল। কৈলাস বিজয়বর্গীয়র মহিলাদের সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের কথা টেনেও শাহের বিবৃতি চেয়েছিল তৃণমূল।

সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কটাক্ষের সুরে আরও বলল, অমিত শাহ অন্তত বাংলায় এসে একটি শিক্ষালাভ করে গেলেন। শাহকে খোঁচা মেরে পার্থ ভৌমিক বলেন, “এর আগে বাংলায় এসে অমিত শাহ বলেছিলেন, শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জন্মস্থান। এবার অন্তত শিক্ষালাভ করে গেলেন যে শান্তিনিকেতন নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁর জন্ম হয়েছিল।”


 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version