সোমবার সন্ধ্যায় প্রিয় সাহিত্যিককে হারিয়েছে বাঙালি। বাংলা সাহিত্যে ফের নক্ষত্র পতন। বিপুল সাহিত্য সম্ভার রেখে চলে গিয়েছেন কালবেলার স্রষ্টা সমরেশ মজুমদার। শোকস্তব্ধ সাহিত্যজগত।
সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল প্রয়াত সাহিত্যিকের। তিনি বলেছেন, সমরেশের সঙ্গে আমার লেখক জীবনের শুরু থেকেই অত্যন্ত সুসম্পর্ক ছিল। একমাত্র ও আমাকে ‘সঞ্জু’ বলে ডাকত।ভাবতেই পারছি না, ওর মতো স্বাস্থ্যবান একজন যুবক কী করে এত তাড়াতাড়ি চলে গেল।
বাংলা সাহিত্যে সমরেশ মজুমদারের উত্তরাধিকার বিরাজ করবে কালপুরুষের মতো তার একবাক্যে স্বীকার করেছেন সবাই।