Thursday, May 15, 2025

টুটু বোসের পরিবারের উদ্যোগে হাওড়ায় চালু দাতব্য কিডনি কেয়ার ক্লিনিক”

Date:

রবীন্দ্র জয়ন্তীতে হাওড়ায় পৈতৃক ভিটেতে টুটু বোসের পরিবারের উদ্যোগে চালু হল ”আশুতোষ বোস মেমোরিয়াল কিডনি কেয়ার ক্লিনিক”। হাওড়ার শিবপুরে রামকৃষ্ণপুর লেনে বোস পরিবারের ঐতিহ্যশালী বিশাল বাড়িটির একাংশে রবীন্দ্রজয়ন্তীর সকালে উদ্বোধন হল এটির। স্বল্পখরচে কিডনির যাবতীয় সমস্যার চিকিৎসার ব্যবস্থা আছে এখানে। ডায়ালিসিস ইউনিটও প্রস্তুত। ঠাকুরদার নামে এই কেন্দ্র উদ্বোধনে ছিলেন টুটুদা নিজে এবং তাঁদের পারিবারিক শাখাপ্রশাখার অনেক বর্ষীয়ান, সঙ্গে তাঁর পুত্র সৃঞ্জয় বসু, নীলাঞ্জনা,অরিঞ্জয়। ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংবাদিক কুণাল ঘোষ, মন্ত্রী অরূপ রায়, কিডনি কেয়ার ইউনিটের কর্ণধার ডাঃ প্রতীম সেনগুপ্ত প্রমুখ। স্থানীয় নাগরিকদের সানন্দ উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এমন এক মহান উদ্যোগের কারণ হিসেবে টুটু বোস বলেন, “আমার স্ত্রী কিডনির অসুখে মারা গিয়েছে। ডাক্তারদের কাছে এখন ওয়ান ওয়ে ট্রাফিক। মানুষ মারার কল। গেলে ফেরত আসা মুশকিল। সর্বসান্ত হতে হয়। তবে সারা পৃথিবী ঘুরে আমি দেখেছি কিডনির সেরা ডাক্তার প্রতিম সেনগুপ্ত। তিনি এই উদ্যোগের মূল কাণ্ডারি।”

ডাঃ প্রতীম সেনগুপ্ত বলেন, খুব কম খরচে সাধারণ মানুষের জন্য এই উদ্যোগ। এখানে কিডনির চিকিৎসার পাশাপাশি অন্যান্য অনেক কিছু পরীক্ষারও হবে নামমাত্র খরচে।

এদিনের অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। এদিন কিডনি কেয়ার ক্লিনিকের উদ্বোধনও হয় তাঁর হাত ধরে। কুণাল ঘোষ বলেন, ”হাওড়ার ভূমিপুত্র টুটু বোস তাঁর ঠাকুরদার নামে এই আশুতোষ বোস মেমোরিয়াল কিডনি কেয়ার ক্লিনিক চালু করলেন। দারুণ পরিকাঠামো ও আধুনিক চিকিৎসার সমস্তরকম ব্যবস্থা রয়েছে এখানে। ঐতিহ্যবাহী পরিবার। এতো বিশাল এক বাড়িতে তাঁরা কতকিছু করতে পারতেন, কিন্তু মানুষের সেবায় একটি চ্যারিটেবল হাসপাতাল করলেন।”

Related articles

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...
Exit mobile version