Saturday, May 3, 2025

রাতের অন্ধকারে দু.র্ঘটনা! লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল, চরম ভোগান্তি যাত্রীদের

Date:

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। বুধবার সন্ধ্যায় আচমকাই রেল ট্র্যাক (Rail Track) ছেড়ে বেরিয়ে যায় বর্ধমান-ব্যান্ডেল লোকাল (Down Burdwan Bandel Local)। ঘটনার জেরে বর্ধমান-হাওড়া রেল শাখার শক্তিগড়ের (Shaktigarh) কাছে লাইনচ্যুত হয় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। এদিন প্রায় রাত ৯টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তবে রেল (Rail) সূত্রে খবর, এদিন ট্রেনে প্রচুর যাত্রী (Passenger) থাকলেও, হতাহতের খবর নেই। দুর্ঘটনার জেরে আপাতত হাওড়া শাখার ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আর রাতে আচমকাই এমন দুর্ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

রেল সূত্রে খবর, বুধবার নির্ধারিত সময় ৮টা ৪৬মিনিটে বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। এরপর শক্তিগড় স্টেশন থেকে ২৫০ মিটার দূরে আচমকাই ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। তবে ট্রেনটি স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনের গতিবেগ খুব একটা বেশি ছিল না, আর সে কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। এদিকে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রায় প্রত্যেকেই ট্রেন থেকে নেমে যান। ইতিমধ্যে সরে যাওয়া চাকাগুলি লাইনে তোলার কাজ শুরু হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা। আপাতত দুটি লাইনের মাঝেই দাঁড় করানো আছে ট্রেনটি। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই পরিষেবা চালু হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

 

 

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...
Exit mobile version