Saturday, November 15, 2025

এশিয়া কাপ নিয়ে ভারত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের লড়াইয়ের আঁচ এসে লাগল বিসিসিআইয়ের গায়ে।ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ না খেলতে আসার হুমকি দিয়েও সুর নরম করতে বাধ্য হল পাকিস্তান। বোর্ড সূত্রে জানা গিয়েছে, শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এখনও ঘোষিত হয়নি। আইপিএল চলাকালীন এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে, কোন আটটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে এবং কাদের টপকাতে হবে যোগ্যতা অর্জনের বাধা।সব ঠিকঠাক থাকলে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ১৫ অক্টোবর ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ হবে।

ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরেই সম্ভবত বিশ্বকাপের চূড়ান্ত সূচি সামনে আসবে। ইতিমধ্যেই চূড়ান্ত যে, আগামী ৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে নবকলেবরে সেজে ওঠা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই।

আয়োজক ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে পারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং সম্ভবত সেই ম্যাচটি অনিুষ্ঠিত হবে চেন্নাইয়ে।বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ খেলতে ভারতে আসতে সম্মত হয়েছে এবং ভারত-পাকিস্তান হাই-ভোল্টের লড়াই অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে না ভারতের বিরুদ্ধে ব্লকবাস্টার ম্যাচটি আমদাবাদে আয়োজিত হোক। সম্ভবত সেটা নিশ্চিত করতেই পিসিবি চেয়ারম্যান দুবাইয়ে আইসিসির অফিসে গিয়েছিলেন দিন কয়েক আগে।অবশ্য ফাইনালে উঠলে আমদাবাদে খেতাবি লড়াইয়ে মাঠে নামতে পাকিস্তানের কোনও আপত্তি নেই বলে জানা গিয়েছে।আরও জানা গিয়েছে যে, বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলি খেলবে আমদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে।

এই কেন্দ্রগুলি ছাড়া বিশ্বকাপের ম্যাচের জন্য চিহ্নিত করা হয়েছে কলকাতা, দিল্লি, ইন্দোর, ধরমশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বইকে। মোহালি ও নাগপুর এখনও চূড়ান্ত নয়।বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

প্রতিটি দল মোট ৯টি করে লিগ ম্যাচ খেলবে। যার অর্থ বেশিরভাগ ম্যাচ কেন্দ্রেই ভারতের একটি করে লিগ ম্যাচ হওয়ার সম্ভাবনা। সেই নিরিখে কলকাতার ইডেন গার্ডেন্সেও টিম ইন্ডিয়ার একটি লিগ ম্যাচ হতে পারে। তবে সেমিফাইনালের মতো বড় ম্যাচ ইডেনের ভাগ্যে জোটে কিনা, সেটা সময়ই বলবে।আপাতত পূর্ণাঙ্গ সূচি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version