Saturday, November 8, 2025

প্রাইমারি শিক্ষক নিয়োগে পর্ষদের ভূমিকায় অ.সন্তোষ ‘সুপ্রিম’ বিচারপতিদের

Date:

বুধবার থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) শুরু হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আর সওয়াল জবাব শুরুর প্রথম দিনেই প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদলত। এদিন বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলার শুনানি চলে। শুনানি চলাকালীন পর্ষদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত মেনে নেন প্রাথমিকে অ্যাসিট্যান্ট টিচার (Assistant Teacher) নিয়োগে অনিয়ম হয়েছে।

পাশাপাশি টেটের দুই উর্দু পরীক্ষার্থী কীভাবে বাংলায় অতিরিক্ত নম্বর পেলেন এবং তার জেরে কীভাবে বাংলা স্কুলে শিক্ষকের চাকরি পেলেন এদিন পর্ষদের আইনজীবীকে এমনই প্রশ্ন করেন বিচারপতিরা। আর সেই প্রশ্নের জবাবে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত স্বীকার করে নেন, “এটা ভুল হয়েছে। ২৭০ জনের মধ্যে দুজনকে যদি ভুল করে নিয়োগ করা হয়ে থাকে তাহলে তাদের বাদ দিয়ে দেওয়া হোক। তদন্ত চলছে, সত্য প্রকাশ পাবে।”

উল্লেখ্য, ইতিমধ্যেই শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই (CBI) ৷ সেখানে বেআইনি আর্থিক লেনদেন নিয়ে একটি শব্দও লেখা হয়নি ৷ তাহলে দুর্নীতির অভিযোগে চাকরি খারিজ করা হল কী করে? এদিন সুপ্রিম কোর্টে এমনই প্রশ্ন তুলেছেন চাকরি খোয়ানো ব্যক্তিদের আইনজীবী৷ তিনি আরও প্রশ্ন করেন, যে ওএমআর শিটে গরমিলের অভিযোগে ২৭০ জনের চাকরি খারিজ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, সেই ওএমআর শিটের ভিত্তিতে কিভাবে ১৮৬ জনকে চাকরিতে বহাল করা হল? বৃহস্পতিবারও এই মামলার শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বোস ও শুধাংশু ধুলিয়ার বেঞ্চে। বাগ কমিটির রিপোর্ট সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্ট।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version