Thursday, August 21, 2025

বিধায়ক হওয়ার পর থেকেই লাগাতার হু.মকি ফোন! নিরাপত্তা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ বায়রন

Date:

বিধায়ক (MLA) হওয়ার পর থেকেই লাগাতার হুমকি ফোন (Threat Call) পাচ্ছেন। আর সেকারণেই এবার বাড়তি নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন সাগরদিঘির (Sagardighi) নব নির্বাচিত কংগ্রেস (Congress) বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas)। বায়রনের অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই একাধিকবার তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আগেই কলকাতা পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকেও (Union Home Affairs)। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। আর সেকারণেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বায়রন। আগামী সোমবার এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)।

বায়রনের অভিযোগ, সাগরদিঘির উপনির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি লাগাতার হুমকি ফোন পাচ্ছেন। প্রথমে কলকাতা পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এমনকি অমিত শাহকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তারপরও বন্ধ হয়নি ফোন আসা। আর এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বায়রন। এর আগে অবশ্য বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে এক তৃণমূল নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের এক তৃণমূল নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন (By Election) হয়। সেখানে ত্রিমুখী লড়াই ছিল কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে। সাগরদিঘিতে বামেরা প্রার্থী দেয়নি। ভোটের ফলাফলে দেখা যায়, প্রথম স্থানে উঠে এসেছেন বায়রন। তবে বায়রন বিধায়ক হওয়ার পরপরই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। একটি অডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে কম তোলপাড় হয়নি। এবার নিরাপত্তার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version