Saturday, December 20, 2025

দিদির আইডিয়া! এবার আম মিষ্টির ম্যাজিকেই মজল মালদহ

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করার সময় আম দিয়ে মিষ্টি (Maldah Special Mango Sweet) বানানোর পরামর্শ দিয়েছিলেন। দিদির কথাকে শিরোধার্য করে মাঠে নামলেন মালদহের হালুইকররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইডিয়া কাজে লাগিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে মোট ১২ রকমের আমজাত মিষ্টি তৈরি করে তাক লাগালো মালদহ (Maldah)।

গ্রীষ্মকাল মানেই বাঙালির আম প্রীতি লাইমলাইটে চলে আসে। আর মালদহের আমের জগৎজোড়া খ্যাতি সম্পর্কে আট থেকে আশি সকলেই অবগত। বারোমাসই এর চাহিদা থাকে তুঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন সাতেক আগেই মালদহে প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানেই তিনি আম দিয়ে মিষ্টি বানানোর বুদ্ধি দিয়ে ছিলেন। ব্যাপারটা ফেলে রাখতে চায়নি মালদহ প্রশাসন। সূত্রের খবর, বুধবার মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া (Nitin Singhania) মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমের নানারকম মিষ্টি তৈরির বিষয়ে বৈঠক করেন মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে। ফল মিলেছে হাতেনাতে। জেলাশাসক বলেন, মালদহের মিষ্টি বিক্রেতারা খুব কম সময়ের মধ্যেই আমজাত নানারকম মিষ্টি ও আলাদা স্বাদের দই বানিয়েছেন। এবার তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। সাত দিনের প্রশিক্ষণ শিবিরে নানা প্রান্ত থেকে বিশিষ্ট মিষ্টি প্রস্তুতকারকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আমের রসকদম্ব, আমের সন্দেশ, আমের চমচম তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো মালদহ টাউন স্টেশন-সহ পাঁচটি জায়গায় এই ধরনের মিষ্টি ও দইয়ের দোকান বা কিয়স্ক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেখানে আমজাত বিভিন্ন মিষ্টি, দই, আমসত্ত্ব, আমের আচার-সহ আম দিয়ে তৈরি নানারকম খাবার মিলবে। মালদহ শহরে আমজাত দ্রব্যের মেলা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে।

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...