‘বেআইনি’ খনিগুলিকে ‘বৈধ’ করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী কথায়, এটা কেন্দ্র-রাজ্যে মিলে করুক। যে খাদানগুলি অবৈধভাবে চলছে, সেগুলি যদি বৈধ করে দেওয়া হয়, তাহলে কয়লা (Coal) আর বাইরে বিক্রি করতে হয় না।

কয়লাপাচার রুখতে ‘বেআইনি’ খনিগুলিকে ‘বৈধ’ করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে উৎকর্ষ বাংলার পর্যালোচনা বৈঠকে এবিষয়টিকে নিয়ে কোল ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর আশা, এতে স্থায়ী চাকরির সংখ্যা বাড়বে।

মুখ্যমন্ত্রী কথায়, এটা কেন্দ্র-রাজ্যে মিলে করুক। যে খাদানগুলি অবৈধভাবে চলছে, সেগুলি যদি বৈধ করে দেওয়া হয়, তাহলে কয়লা (Coal) আর বাইরে বিক্রি করতে হয় না। পাচার রোখা যায়। পাশাপাশি, চাকরিও স্থায়ী হয়। এবিষয়ে কয়লামন্ত্রীকে নজর দিতে বলার কথাও বলেন মমতা।

এই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “দোষটা আমাদের ঘাড়ে দিয়ে লাভ নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রক ও কয়লা মন্ত্রকের কাজ। অবৈধকে বৈধ করে দিলে টাকাও পাবে সরকার, লোকেদের চাকরিও হবে। বেআইনি খনন, বিপদ বন্ধ হবে।“ এদিন বৈঠকে রানিগঞ্জের ধসের বিষয়টার দিকে নজর রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী।