Sunday, August 24, 2025

হোস্টেল সফর: ‘বহিরাগত’ রাহুলকে নোটিশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের

Date:

গত সপ্তাহে দিল্লি বিশ্ববিদ্যালয়ের(Delhi University) স্নাতকোত্তর পড়ুয়াদের হস্টেলে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সঙ্গে সারেন মধ্যাহ্নভোজও। এই ঘটনায় এবার রাহুল গান্ধীকে(Rahul Gandhi) নোটিশ পাঠালো দিল্লি বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় রাহুলকে বহিরাগত বলে দেগে দেওয়ার পাশাপাশি রাহুলের এহেন আচরণের সমালোচনা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। শুধু তাই নয়, এভাবে হঠাৎ হস্টেলে আসার জন্য রাহুলের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে রাহুলকে।

রাহুল গান্ধীকে পাঠানো নোটিশে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবুক অব ইনফরমেশন অ্যান্ড রুসলের ১৫.১৩ ধারার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “হোস্টেলের কোনও আবাসিক হস্টেল চত্বরে পড়াশোনা ও রেসিডেন্ট কাউন্সিল ছাড়া অন্য কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবেন না।” পাশাপাশি ওই নোটিশে আরও লেখা হয়েছে “দিল্লি বিশ্ববিদ্যালয় আইন, ১৯২২ অনুসারে হোস্টেল পরিচালিত হয়। এখানকার আবাসিকদের জন্য বেশকিছু নিয়ম রয়েছে। ‘রুলস অব রেসিডেন্ট’, ‘রুলস অব ডাইনিং হল’ অ্যান্ড ‘গেস্টস’-এর মতো আইন তৈরি হয়েছে হোস্টেল ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালনা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য।” রাহুল আসায় সেই নিয়ম ভঙ্গ হয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, গত সপ্তাহে রাহুল গান্ধীর দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়তে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সঙ্গে দুপুরের খাবার খান রাহুল। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই ক্ষুব্ধ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাহুলকে বহিরাগত তকমা দেওয়ার পাশাপাশি আগামীদিনে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version