Sunday, November 9, 2025

শুভেন্দুর কনভয় দু.র্ঘটনা মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

Date:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় (Convoy) বিতর্কে রাজ্যের কাছে রিপোর্ট (Report) চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ভিআইপিদের নিরাপত্তার (VIP Security) জন্য কী কী ব্যবস্থা করা হয়, তার বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলার শুনানি চলাকালীন বলা হয়, শুভেন্দুর রুট লাইনিং (Route Lining) ও বাকি কী কী বন্দোবস্ত রাজ্যের তরফে করা হয়েছিল, সবটাই আদালতকে জানাতে হবে রাজ্যকে। আপাতত ‘ইয়েলো বুক’ মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন হাই কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামী মঙ্গলবার অবধি কোনও কনভয় সুরক্ষা কর্মীকে পুলিশ ডাকতে পারবে না। উল্লেখ্য, সম্প্রতি কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দলবদলু তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চণ্ডীপুরকাণ্ডে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবারই হাই কোর্টের দ্বারস্থ হন। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল, অভিযোগের মধ্যে রাজনীতি রয়েছে। শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার বলেছিলেন, রাজ্য কথা দিয়েও কনভয়ে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করেনি। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, “প্রথম গাড়িতে বিরোধী দলনেতা ছিলেন। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফিলের (৩৩) মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, কনভয়ের একটি গাড়ি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থলে আর দাঁড়ায়নি। দুর্ঘটনার পরেই সেখান থেকে চলে যায় কনভয়। গুরুতর জখম অবস্থায় ইসরাফিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version