Saturday, August 23, 2025

এখনই অন্তরবর্তী নির্দেশ নয়: অভিষেক মামলায় জানালেন বিচারপতি অমৃতা সিনহা

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) সিবিআই(CBI) জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় এখনই কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। এই মামলায় এদিন বিচারপতি অমৃতা সিনহা(Justic Amrita Sinha) জানান, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি।

কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে বৃহস্পতিবারই আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই আবেদনের শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এদিন অভিষেকের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি তুলে ধরে সওয়াল জবাব চলে। আইনজীবী কিশোর দত্ত বলেন, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। তাই এই মামলায় বিচারপতি বদলের নির্দেশও দিয়েছেন। এই আদালতকেও সেই বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন সিবিআই ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে একটি সমন জারি করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে সেটি স্থগিত রয়েছে। মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই সমনে স্থগিতাদেশ দেওয়া হোক।

এরপর বিচারপতি বলেন, “আপনারা আশঙ্কাপ্রবণ হয়ে পড়েছেন। যদি কিছু হয় সে ক্ষেত্রে আদালত তো রয়েছেই। আপনাদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগও রয়েছে। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হতে পারেন। তিনি আরও বলেন, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।”

এদিকে এই মামলা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এটি বিচারাধীন বিষয়। ফলে এ নিয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়। কিন্তু এখানে ভয়ডরের বিষয় নেই। আপনারা দেখেছেন এর আগেও একাধিকবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে ও। কিন্তু বক্তব্য হল অকারন যাব কেন? এই কারনেই কোর্টে গিয়েছিল। আসলে অভিষেককে ব্যতিব্যস্ত করার জন্য ইডি সিবিআই এইসব করছে। তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল।”

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version