Wednesday, November 5, 2025

নবজোয়ার যাত্রা নিয়ে ‘ভারতের যুবরাজের’ দরাজ প্রশংসা! আলিপুর আদালতে কী বললেন কুন্তল?

Date:

ফের তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসায় পঞ্চমুখ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabajowar) নিয়ে বর্তমানে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার আদালতে কুন্তলকে এউ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার।” এদিন নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকে তোলা হয় আলিপুর আদালতে। আর সেখানেই সাংবাদিকরা কুন্তলকে তৃণমূলের নয়া কর্মসূচি নিয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে তৃণমূলে নবজোয়ারের প্রশংসা করেন কুন্তল।

উল্লেখ্য, শুক্রবারই কুন্তলকে আদালতে হাজির করানো হয়। পাশাপাশি এদিন হাজিরা দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডলরাও। আর আদালতে ঢোকার মুখে গাড়ি থেকে নামার আগেই কুন্তলকে বরাবরের মতো ঘিরে ধরেন সাংবাদিকেরা। তাঁকে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা প্রসঙ্গে। আর সেই প্রশ্ন শুনে দাঁড়িয়ে যান কুন্তল। তিনি বলেন, “ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার।’’ এদিন শুধুমাত্র এই একটি বাক্যই অভিষেকের প্রশংসায় খরচ করেন কুন্তল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘ভারতের যুবরাজ’ বলে সম্বোধন করেছেন তিনি।

উল্লেখ্য, এই কুন্তল ঘোষই আগে অভিযোগ জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং ইডি (ED) তাঁকে জোর করে জেরার মুখে অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে। পরে অভিযোগ জানিয়ে কুন্তল নিম্ন আদালতে চিঠিও দেন। পুলিশের হস্তক্ষেপ চেয়ে সেই চিঠি দেওয়া হয় হেস্টিংস থানাতেও। কুন্তলের সেই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) বলেছিলেন, প্রয়োজনে এ বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেন। বিচারের দায়িত্বে আসেন বিচারপতি অমৃতা সিনহা।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version