Wednesday, November 19, 2025

আরও দেড় লক্ষ কৃষকের নাম অন্তর্ভুক্ত হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে

Date:

পদ্ধতিগত কারণে বাতিল হয়ে যাওয়া আবেদন পত্র নতুন করে পরীক্ষা করে দেখার পর রাজ্যের কৃষি দফতর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আরো প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম যুক্ত করেছে। এর ফলে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হল মোট ৯৭ লক্ষর কাছাকাছি। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন এপ্রিল মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বাতিল হয়ে যাওয়া আবেদনগুলি কেন বাতিল হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরে দফতরের আধিকারিকরা সরেজমিনে তদন্ত করে দেখেন আবেদনপত্র পূরণে সামান্য কিছু ভুল-ত্রুটি অথবা নথিপত্র না থাকার কারণে প্রায় দেড় লক্ষ আবেদন বাতিল হয়েছে। কৃষি দফতরের আধিকারিকদের সহায়তা ও পরামর্শ নিয়ে ওই সব আবেদনকারীরা নতুনভাবে আবেদন করার পর তাঁদের নাম প্রকল্পে  অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব আবেদনপত্র বাতিল হওয়ার যুক্তিযুক্ত কারণ রয়েছে সে সম্পর্কে কৃষি আধিকারিকেরা বিস্তারিত কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিয়েছেন। কৃষিমন্ত্রী জানান, রাজ্যের মোট ৯৪ লক্ষ কৃষক, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অর্থ সাহায্য পান। সাম্প্রতিক দুয়ারে সরকার শিবিরে আবেদন জানানো দেড় লক্ষ  উপভোক্তাকে ইতিমধ্যেই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সঙ্গে প্রাথমিকভাবে বাতিল হয়ে যাওয়া আরো প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম যুক্ত করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায়।

আরও পড়ুন- গ্রামোন্নয়ন খাতে চার হাজার কোটি টাকা যুদ্ধকালীন তৎপরতায় কাজে লাগাতে নির্দেশ রাজ্যের

 

Related articles

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার...

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু...

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...
Exit mobile version