Thursday, August 21, 2025

সোদপুরে পরিত্যক্ত গাড়ি ঘিরে চাঞ্চল্য! উদ্ধার টাকা গোনার মেশিন, একাধিক মোবাইল

Date:

গাড়ি উদ্ধারকে (Car Found) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সোদপুরে (Sodepur)। গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা গোনার মেশিন ও একাধিক মোবাইল ফোন (Mobile)। শুক্রবার খড়দহ থানার পুলিশ (Khardah Police) গোপন সূত্রে খবর পেয়ে পরিত্যক্ত গাড়িটিকে উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে সোদপুরের পানিহাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, সোদপুরের অমরাবতী মাঠে চলছে ‘পানিহাটি এক্সপো’। আর এই মেলার ভিআইপি গেটের কাছে গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে পড়ে ছিল একটি গাড়ি। শুক্রবার সেটিকে বাজেয়াপ্ত করে খড়দহ থানার পুলিশ। গাড়ির ভিতর তল্লাশি চালিয়ে ১৬টি মোবাইল ফোন এবং টাকা গোনার মেশিন, বেশকিছু প্যান কার্ড (PAN Card), এটিএম (ATM Card) ও নথি উদ্ধার করেছে পুলিশ। তবে কী উদ্দেশে এই গাড়িটি এখানে রাখা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি খোঁজ চলছে গাড়ির মালিকেরও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বেশ কয়েকদিন ধরেই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এদিকে পুলিশ সূত্রে খবর, বাঁকুড়ার আঞ্চলিক পরিবহণ দফতরের থেকে গাড়িটি রেজিস্ট্রেশন করানো হয়েছিল। সেলিম মিদ্যা নামে এক ব্যক্তির এই গাড়ি বলেও জানতে পেরেছে পুলিশ। তবে বাঁকুড়ার গাড়ি হলে তা কোন উদ্দেশে উত্তর ২৪ পরগনার সোদপুরে এল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version