Thursday, August 28, 2025

বুকে পাথর চেপে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছাবার্তা মোদির

Date:

বিজেপির ঔদ্ধত্য ও আস্ফালনকে চূর্ণ করে কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস(Congress)। লোকসভার নির্বাচনের আগে কর্নাটকের এই নির্বাচনকে পাখির চোখ করে কন্নড়ভূমে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা। তারপরও বিজেপির(BJP) এমন শোচনীয় পরাজয়ে শোকের ছায়া গেরুয়া শিবিরে। এহেন পরিস্থিতিতে বুকে পাথর চেয়ে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

শনিবার ভোটের ফলাফল একেবারে স্পষ্ট হওয়ার পর টুইট করে কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা। আশা করব মানুষের চাহিদা তারা পুরণ করবে।” পাশাপাশি দ্বিতীয় টুইটে মোদি লেখেন, “কর্নাটক নির্বাচনে যারা আমাদের সমর্থন করেছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। রাজ্যের সকল কার্যকর্তারা কঠোর পরিশ্রম করেছেন তাঁদের প্রশংসা করি। আগামী দিনে আর বড় পরিসরে আমরা কর্নাটকের সেবা করা সুযোগ পাব আশা রাখি।”

উল্লেখ্য, কর্নাটক নির্বাচনে প্রচারে গিয়ে লাগাতার বিভাজনের রাজনীতি চালিয়ে গিয়েছিলেন নিরেন্দ্র মোদি ও অমিত শাহরা। রাজনীতি হয়েছে বজরংবলীকে নিয়েও। মোদি জানিয়েছিলেন ডবল ইঞ্জিনের রাজ্যই উন্নয়নের চাবিকাঠি। যদিও ডবল ইঞ্জিনের ভাঁওতায় এবার আর পা দেননি কন্নড়বাসী। ১৮ সালে ঘোড়া কেনাবেচার সরকারকে যোগ্য জবাব দিয়ে এবার কংগ্রেসের হাত ধরেছেন জনতা।

শেষ পাওয়া খবরে কর্নাটকের ভোটের ফল যে পথে এগোচ্ছে তা হল, কংগ্রেস এগিয়ে ১৩৬ আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৬৪ আসনে, জেডিএস ২০ এবং অন্যান্য ৪ আসনে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version