Friday, November 14, 2025

বুকে পাথর চেপে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছাবার্তা মোদির

Date:

বিজেপির ঔদ্ধত্য ও আস্ফালনকে চূর্ণ করে কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস(Congress)। লোকসভার নির্বাচনের আগে কর্নাটকের এই নির্বাচনকে পাখির চোখ করে কন্নড়ভূমে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা। তারপরও বিজেপির(BJP) এমন শোচনীয় পরাজয়ে শোকের ছায়া গেরুয়া শিবিরে। এহেন পরিস্থিতিতে বুকে পাথর চেয়ে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

শনিবার ভোটের ফলাফল একেবারে স্পষ্ট হওয়ার পর টুইট করে কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা। আশা করব মানুষের চাহিদা তারা পুরণ করবে।” পাশাপাশি দ্বিতীয় টুইটে মোদি লেখেন, “কর্নাটক নির্বাচনে যারা আমাদের সমর্থন করেছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। রাজ্যের সকল কার্যকর্তারা কঠোর পরিশ্রম করেছেন তাঁদের প্রশংসা করি। আগামী দিনে আর বড় পরিসরে আমরা কর্নাটকের সেবা করা সুযোগ পাব আশা রাখি।”

উল্লেখ্য, কর্নাটক নির্বাচনে প্রচারে গিয়ে লাগাতার বিভাজনের রাজনীতি চালিয়ে গিয়েছিলেন নিরেন্দ্র মোদি ও অমিত শাহরা। রাজনীতি হয়েছে বজরংবলীকে নিয়েও। মোদি জানিয়েছিলেন ডবল ইঞ্জিনের রাজ্যই উন্নয়নের চাবিকাঠি। যদিও ডবল ইঞ্জিনের ভাঁওতায় এবার আর পা দেননি কন্নড়বাসী। ১৮ সালে ঘোড়া কেনাবেচার সরকারকে যোগ্য জবাব দিয়ে এবার কংগ্রেসের হাত ধরেছেন জনতা।

শেষ পাওয়া খবরে কর্নাটকের ভোটের ফল যে পথে এগোচ্ছে তা হল, কংগ্রেস এগিয়ে ১৩৬ আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৬৪ আসনে, জেডিএস ২০ এবং অন্যান্য ৪ আসনে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version