Monday, May 5, 2025

সুমন করাতি, হুগলি

হুগলিবাসীর জন্য একের পর এক কাজ করে চলেছে জেলা পরিষদ । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুপ্রেরণায় খানাকুল দু’নম্বর ব্লকের প্রান্তিক পলাশপাই অঞ্চলেৱ সাথে হাওড়া জেলার ঝিকিৱা- আমতার যোগাযোগকারী মুচিঘাটা সেতুর (Muchighata Bridge) কাজ শুরু হয়েছিল। মানুষের সুবিধার্থে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এবার সেতুর সঙ্গে যোগাযোগকারী রাস্তার একদিকের কাজ শেষ। রবিবার দুপুরে সেই কাজের অগ্রগতি সরেজমিনে দেখলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukherjee) সহ অন্য আধিকারিকরা । ছুটির দিনেও কাজ পরিদর্শন করতে এলেন খানাকুল (Khanakul) ২ নম্বর ব্লকের মুচিঘাটায়।

দুপুরে রোদের দাবদাহকে উপেক্ষা করে, সামগ্রিকভাবেই সেতুর দুই প্রান্ত পরিদর্শন করেন তাঁরা। যেভাবে এই গরমেও ঠিকাদারেরা কাজ করছে তার প্রশংসা করেন জেলা পরিষদের সদস্যরা।সুবীর মুখোপাধ্যায় জানান, “যেন এক নতুন মাইলস্টোনের সন্ধিক্ষণে এসে আমরা দাঁড়িয়েছি।”

২০১৬ সালে এই কাজ শেষ হলেও মাঝে বছর তিনেক তা বন্ধ ছিল। ২০২১ সালে স্থানীয় সাংসদ, অতিরিক্ত জেলাশাসক- জেলা পরিষদ, জেলা পরিষদ সদস্য- সদস্যা, জেলা বাস্তুকার, সহকারি বাস্তুকার ও ঠিকাদার সংস্থার প্রচেষ্টায় পুনরায় এই কাজ শুরু হবার পরে বর্তমানে ব্রিজের নদীর উপরে সেতুর কাজ সমাপ্ত। সেতুর দু’ধারে সংযোগকারী রাস্তার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, প্রশাসন এই কাজ শেষ করতে সাহায্য করছে বলে জানা যায়।এই সেতু নির্মাণ হুগলি জেলাপরিষদের মাথায় বসাল সাফল্যের নয়া পালক।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version