Thursday, August 21, 2025

কর্ণাটকে বিরাট মার্জিনে জয় হিজাব নিষেধাজ্ঞা বিরোধিতার মুখ কংগ্রেসের ফতিমা

Date:

২০২৪ লোকসভা ভোটের আগে দেশজুড়ে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া। বিগত ৫ বছরে ১৫টি রাজ্যে হারতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলকে। এবার দক্ষিণের একমাত্র রাজ্য কর্ণাটক থেকেও ক্ষমতাচ্যুত বিজেপি। কন্নড়ভূমে মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন। হারতে হয়েছে ১১জন মন্ত্রী তথা হেভিওয়েট নেতাকে। মোদি-শাহ কর্নাটক ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের মতো কার্যত ডেইলি পাসেঞ্জারি করেও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ। উধাও মোদি ঝড়, বরং দেশজুড়ে ‘নো ভোট টু বিজেপি’ এখন জনপ্রিয়।

এবার কর্ণাটকে অন্যতম ইস্যু ছিল হিজাব নিষেধাজ্ঞা। বিজেপি সরকারের মন্ত্রী বিসি নাগেশ ছিলেন হোতা। তিনিও গো-হারা হেরেছেন। এবারের নির্বাচনে হিজাব ইস্যু যে বড় ভূমিকা নিতে পারে তেমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। কংগ্রেসের ফতিমা শেখ বিজেপির চন্দ্রকান্ত বি পাতিলকে হারিয়ে কর্ণাটক বিধানসভায় একমাত্র মুসলিম মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি হিজাব নিষেধাজ্ঞার বিরোধী আন্দোলনের মুখ ছিলেন।

হিজাব বিতর্ক যখন তুঙ্গে, তখন ফতিমা সামনে থেকে বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, এই নিষেধাজ্ঞা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের শিক্ষার অধিকারকে অস্বীকার করা হচ্ছে। এবারের ভোটে তিনি ছিলেন কংগ্রেসের ৮ মুসলিম প্রার্থীর অন্যতম। শেষ পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি ভোট একা পেয়ে বাজিমাত করেছেন ফতিমা।

উল্লেখ্য, কর্ণাটক সরকার গত বছর ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকেই হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল।

 

 

Related articles

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...
Exit mobile version