Saturday, May 3, 2025

কর্নাটকের পর রামজন্মভূমিতেও ‘ভরাডুবি’ বিজেপির! যোগীরাজ্যে বড় জয় মুসলিম যুবকের

Date:

একেই কর্নাটকেv(Karnataka) ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। শনিবার দিনভর দলের খারাপ ফলের পর্যালোচনা করেছেন গেরুয়া শিবিরের হাইকম্যান্ড। কিন্তু বিজেপির পরাজয়ের সেই ধারা অব্যহত রইল। এবার রাম জন্মভূমি অযোধ্যার (Ayodhya) পুরভোটে (Municipal Election) একটি ওয়ার্ডে বিপুল ব্যবধানে জিতলেন এক মুসলিম যুবক। তাঁর নাম সুলতান আনসারি (Sultan Ansari)। তিনি অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে নির্দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর হিন্দুপ্রধান সেই ওয়ার্ডে সুলতানের জয়ে সম্প্রীতির আবহ।

শনিবারই ঘোষণা হয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পুরভোটের ফলাফল। ৬০ আসনের অযোধ্যা পুরসভা দখল নিয়েছে বিজপি। পদ্ম শিবির জিতেছে ২৭টি ওয়ার্ডে। বিরোধী সমাজবাদী পার্টি (Samajwadi Party) জিতেছে ১৭টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তারই একটি রাম অভিরাম দাস ওয়ার্ড। যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন সুলতান। ফল ঘোষণার পর সুলতান বলেন, সুলতান যোগ করেন, ‘‘আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। যত দূর জানি, আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার বাসিন্দা। ভোটে লড়ার ইচ্ছের কথা প্রথম যখন আমার হিন্দু বন্ধুদের জানাই, তাঁরা সমস্বরে আমাকে সমর্থন করে। ওরাই আমার হয়ে খেটেছে। এটা অযোধ্যায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের তথা সৌভ্রাতৃত্বের সেরা উদাহরণ হতে পারে।”

তবে রাম অভিরাম দাস ওয়ার্ডে মুসলিম ভোটের সংখ্যা খুবই কম। সেখানে হিন্দু ভোট ৩,৮৪৪টি এবং মুসলিম ভোট কেবলমাত্র ৪৪০। জয়ী সুলতান একাই পেয়েছেন প্রদত্ত ভোটের ৪২ শতাংশ। মোট ৯৯৬টি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি। তিনি পেয়েছেন ৪৪২টি ভোট। বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন।

 

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version