Friday, August 22, 2025

গ্রামের রাস্তায় আলো নেই: অভিষেকের কাছে আর্জি বিজেপি কার্যকর্তার, মিলল আশ্বাস

Date:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় গ্রামবাংলার পথে পথে ঘুরছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‍্যায় (Abhishek Banerjee)। সঙ্গে একের পর এক জনসভা, রোড শো (Road Show)। জনজোয়ারে ভাসছেন অভিষেক। তাঁকে কাছে পেয়ে না না অভাব-অভিযোগ জানাচ্ছে অনেকেই। রবিবার, পূর্ব বর্ধমানের রায়নায় জনসভায় গিয়ে অভিষেক জানাচ্ছেন জানালেন, এক BJP-র কার্যকর্তা তাঁর কাছে গ্রামের রাস্তার আলোর দাবি জানান। তিনি করে দেবেন বলেছেন। এরপরেই তৃণমূল সাংসদ জানান, তিনি এররকম রাজনীতিই চান, যাতে এলাকার উন্নয়ন হবে। অভিষেকের কথায়, আরএসএস-এ যুবকও জানেন কাজ করে তৃণমূল।

এদিন, ভিড়ে টাসা জনসভায় অভিষেক জানান, “জামালপুর থেকে বেরিয়ে, আমি রায়নায় আসছিলাম। আমি নানা জায়গায় দাঁড়িয়েছি। আরএসএসের এক যুবক এসে বলল, সে বিজেপির কার্যকর্তা। সে বলল গ্রামের রাস্তায় আলো নেই। ল্যাম্পপোস্ট নেই। একটা করে দেবেন। আমি বললাম করে দেব। এমন রাজনীতি চাই। বিজেপির কার্যকর্তা সে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত শাহকে না বলে আমাদের বলল। কারণ সে জানে তৃণমূল সরকারই কাজ করে।“

এরপরেই অভিষেক জানান, গ্রামে কয়েকজন মহিলা তাঁকে নিয়ে গিয়ে একটি রাস্তার হাল দেখান। সেই রাস্তাটি পিএমজিএসওয়াই-এর অধীনে তৈরি। “আমি ওনাদের বললাম, নরেন্দ্র মোদির রাস্তা। কাজ হবে কীকরে!“ অনেক আবার তৃণমূল সাংসদের কাছে পানীয় জলের দাবিও জানান। সবার অভিযোগ মন দিয়ে শোনেন তিনি।
এরপরেই কটাক্ষ করেন অভিষেক বলনে, “সন্ধের খবরে টক শো-তে দেখানো হয়, আমাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। আমি বলি মানুষের চাহিদা আছে আমাকে বলেছে৷ এমন কাজে আমি রোজ ১০০বার মানুষের সামনে যেতে রাজি আছি।“

কর্নাটাকের জয় নিয়ে বিজেপিকে তুমুল আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, অমিত শাহ বাংলায় এসে বলেছিলেন, তৃণমূল সরকার ২০২৫ সালে শেষ। আর নিজেরাই কর্নাটকে ফুস হয়ে গেল। দক্ষিণ ভারত থেকে বিজেপি হাওয়া হয়ে গেছে৷ পূর্ব ভারতেও নেই। মধ্যভারত আর কয়েকটা রাজ্যে আছে। শেষের শুরু হয়ে গেছে। ভোকাট্টা হওয়া সময়ের অপেক্ষা।“

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এদিন ফের সরব হন অভিষেক। বলেন, শনিবার পর্যন্ত ১২ লক্ষ চিঠি জমা পড়েছে। কেন্দ্রীয় প্রকল্পের অর্থের দাবিতে ১ কোটি চিঠি চেয়েছেন তাঁরা। সেই চিঠি নিয়ে দিল্লি গিয়ে বাংলার প্রাপ্য চাইবেন তাঁরা।

অভিষেক এদিন সভা থেকে বলেন, “কিছু বেনোজল ২০১১ সালে রাতারাতি তৃণমূলের বৃত্তে ঢুকে পড়েছিল। সেই বেনোজলকে সরাতে হবে।“

আরও পড়ুন:সন্তানকে নিয়ে দুশ্চিন্তার জের! বহরমপুরে ম.র্মান্তিক পরিণতি বাবা-ছেলের

 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version