Thursday, August 21, 2025

ফের শিরোনামে যোগীরাজ্য! নিজের বোনকে আ.গুনে পু.ড়তে বাধ্য করে ক্যামেরাবন্দী করলেন দাদা

Date:

আগুনে পুড়ছে বোন। আর সেই ঘটনার ভিডিও নিজের হাতে মোবাইল ক্যামেরায় (Mobile Camera) তুলছেন দাদা। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী যোগীরাজ্য (Uttar Pradesh)। আর ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে খবর, রবিবার শাহজাহানপুর (Sahjahanpur) জেলার এই ঘটনায় আগুনে পুড়ে গুরুতর জখম (Injured) হয়েছেন বছর একত্রিশের সরোজ যাদব। তাঁকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সরোজের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। স্থানীয় সূত্রে খবর, পাড়ার একটি ঝামেলায় জড়িয়ে পড়ায় সরোজের বাবা, মাকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই ঘটনার পরেই দাদা সঞ্জীব বোনকে গায়ে আগুন দিতে বাধ্য করেন। আর দাদার কথা শুনেই সরোজও গায়ে আগুন দেন। সেই সময় বোনকে না বাঁচিয়ে তাঁর আগুনে পোড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন দাদা সঞ্জীব। ইতিমধ্যে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। স্থানীয়দের অভিযোগ, একই পাড়ার বাসিন্দা পবন গুপ্তের পরিবারের সঙ্গে সরোজদের পরিবারের দীর্ঘ দিনের বিবাদ। রবিবার পবনের স্ত্রী প্রতীক্ষা পুরভোটে জিতে কাউন্সিলর পদে নির্বাচিত হন। অভিযোগ, স্ত্রীর জয়ের পরেই সরোজদের হুমকি দেন পবন। তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার।

তবে সরোজের মা ঊর্মিলা বলেন, ‘‘পবনের কথাতেই পুলিশ আমাকে আর আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল। মেয়ে এতে রেগে গিয়ে আগুনে পুড়ে মরার চেষ্টা করে।’’ অন্যদিকে পুলিশের দাবি, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল। হয়তো পবনকে ফাঁসাতে চেয়েই বোনকে আগুন পুড়ে মরতে বাধ্য করেছেন দাদা। হাসপাতাল সূত্রে খবর, সরোজের গলা থেকে কোমর পর্যন্ত পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version