Thursday, January 29, 2026

দিলীপের ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের জেরে বিজেপির কার্যালয় ঘেরাও! ‘নিষিদ্ধ’ করার হুঁশিয়ারি কুড়মিদের

Date:

Share post:

‘কাপড় খুলে নেব’ বলে কুড়মিদের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।তাঁর বক্তব্যে ‘ক্ষমা’ চাইতে বলেন কুড়মি সমাজ। কিন্তু বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। এরপরই কুড়মি সমাজের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে জড়ান বিজেপি নেতা।এরপরই সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামে বিজেপি পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। এমনকি, কুড়মি সমাজের তরফে জঙ্গলমহলে দিলীপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন:“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও
রবিবার সন্ধ্যায় লালগড়ে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে সাংসদ দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায়ের মানুষ। এই প্রসঙ্গে সোমবার সকালে দিলীপের একটি মন্তব্যে চটে যান কুড়মি সমাজের প্রতিনিধিরা। দিলীপকে জঙ্গলমহলে নিষিদ্ধও করার হুঁশিয়ারি দেন কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রেক্ষিতে আবার একটি মন্তব্য করেন দিলীপ। সোমবার তিনি বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’’ এর পর তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর নাম নিয়ে দিলীপ বলেন, ‘‘হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে ওরা পদত্যাগ করিয়ে দেখাক। যত মাহাতো এমপি (সাংসদ) আছে, এমএলএ (বিধায়ক) আছে তাঁদেরও পদত্যাগ করিয়ে দেখাক।” তিনি এ-ও বলেন, খেমাশুলিতে আন্দোলন চলাকালীন আন্দোলনরত কুড়মিদের চাল, ডাল দিয়ে সাহায্য করেছি। ওঁরা যদি চান, তাহলে সংবাদমাধ্যমের সামনে সব নাম বলব।
এতেই আগুনে ঘি পড়ে। বিজেপি কার্যালয় ঘেরাও করেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপের এই দাবির তীব্র বিরোধিতা করে কুড়মি সমাজ। কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে সাংসদ যদি প্রকাশ্যে না জানান, তিনি কাকে সহযোগিতা করেছেন, তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’’

 

spot_img

Related articles

হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

আজ থেকে শুরু হয়ে গেল হাইমাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা আর এই মর্মে এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা...

মডেল বাংলা: কৃষি উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ

রাজ্য বিজেপির নেতাদের মুখে ফের ঝামা ঘষে দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা ছিনিয়ে আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার ভার্চুয়াল...

মাথায় ট্রাঙ্ক, গায়ের জামায় সাঁটা দলিল! ‘SIR শুনানিতে’ অভিনব প্রতিবাদ ৭১ বছরের বৃদ্ধের

গায়ের জামা থেকে ঝুলছে একাধিক পরিচয়পত্র ও নথিপত্র, আর মাথায় একটি ভারী লোহার ট্রাঙ্ক। বৃহস্পতিবার এমনই এক অদ্ভুত...

সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নায় মিলল না অনুমতি

সিঙ্গল বেঞ্চের পরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu...