Sunday, May 4, 2025

জামা মসজিদের কৃষ্ণমূর্তি নিয়ে হিন্দু ট্রাস্টের আবেদন গ্রহণ আদালতের

Date:

আগ্রার জামা মসজিদ (Jama Masjid of Agra) নিয়ে এবার এক বড় কাণ্ড। মসজিদের সিঁড়ির নিচে রয়েছে কৃষ্ণমূর্তি (Lord Krishna Idol) রয়েছে বলে আগেই জানিয়েছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্ট (Shrikrishna Janmabhoomi Sanskrit Seva Trust)। সেই মূর্তি ফেরত পাওয়ার দাবিতে মামলা করেন ট্রাস্টের চেয়ারম্যান। সোমবার আদালত এই আবেদন গ্রহণ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি এই বিষয় সম্পর্কিত উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ড-সহ (Uttar Pradesh Waqf Board) সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে বলে জানা যায়।

মথুরার এক ধর্মীয় প্রচারক দেবকিনন্দন ঠাকুরের (Devkinandan Tagore) বক্তব্য থেকে গোটা বিষয়টির উত্থাপন হয়। তিনি এক বক্তব্যে দাবি করেন যে জামা মসজিদের (Jama Masjid) সিঁড়ির তলায় রয়েছে ভগবান কেশবের একাধিক মূর্তি। এরপরেই সেই মূর্তি ফিরিয়ে দেওয়ার দাবি ওঠে। শ্রীকৃষ্ণ সেবা ট্রাস্টের চেয়ারম্যান মনোজের কথায় ,প্রতিদিন মসজিদের সিঁড়ি বেয়ে নমাজ পড়তে যান মুসলিমরা। ওই সিঁড়ির নিচেই রয়েছেন শ্রীকৃষ্ণ। এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের প্রতি চরম অশ্রদ্ধার প্রকাশ। মনোজ আরও জানিয়েছেন, খননের যাবতীয় খরচ দিতেও রাজি আছে ট্রাস্ট। মূর্তি রয়েছে যে তার কী প্রমাণ আছে? মনোজ বলেন মোঘল আমলের একটি বইকে প্রামাণ্য হিসেবে আদালতে পেশ করা যেতে পারে। ইতিমধ্যেই ছোটি মসজিদ দিওয়ান-ই-খাস, ইন্তাজামিয়া কমিটি, শাহি মসজিদ আগ্রা ফোর্ট,আগ্রা ফোর্টের মসজিদের সম্পাদক জাহানারা বেগম, উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্টের সম্পাদককে নোটিস পাঠিয়েছে আদালত। সবার মতামত নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত সূত্রে খবর।

 

 

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version