Thursday, November 13, 2025

হাসপাতালে অ্যাম্বুল্যান্স চালক আর রোগীর আত্মীয়দের বিবাদে প্রাণ গেল ৪২ বছরের মহিলার। সোমবার সালার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (Salar Block Health Centre) অসুস্থ মাকে নিয়ে যান স্থানীয় মাধাইপুরের বাসিন্দা সাকিব আলি (Sakib ali)। রোগীকে পরীক্ষা করে চিকিৎসক তাঁকে কলকাতায় স্থানান্তকরনের কথা বলেন। এরপরেই যত গণ্ডগোল। সাকিব আলি তাঁর পরিচিত অ্যাম্বুল্যান্স ডাকলে বেঁকে বসেন হাসপাতালে থাকা অ্যাম্বুল্যান্স চালকরা। তাঁদের গাড়ি ব্যবহার করতে হবে বলে জানান তাঁরা। এই বচসার জেরে দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্স আটকে পড়ে। রোগীর পরিজনদের মারধোর করা হয় বলে অভিযোগ ওঠে। রোগীর পরিবারের দাবি, হাসপাতাল চত্বরেই সেখান থেকে অ্যাম্বুল্যান্স বের করে যখন হাসপাতালের বাইরে যাওয়া হয় সেখানেও গিয়ে ঝামেলা করেন সরকারি অ্যাম্বুল্য়ান্স চালকরা। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে না যেতে পারায় প্রাণ যায় রোগীর। গোটা ঘটনাটি বিএমমওএইচকে জানানো হয়। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকরা পলাতক। ইতিমধ্যেই পুলিশ তাঁদের সন্ধান চালাচ্ছে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)বলেন, সালারের ঘটনা দুর্ভাগ্যজনক। মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে অ্যাম্বুল্যান্স চালকরা নিজেদের মতো করে একটা নিয়ম করতেই পারেন কিন্তু তাই বলে কেউ বাইরে থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এলে এভাবে বিলম্বিত করা এবং পরবর্তীতে রোগী মৃত্যু এটা নিঃসন্দেহে খারাপ ঘটনা। সবটা সরকারের হাতে নেই। কিন্তু যেটা ঘটেছে সেটা আপত্তিকর এবং প্রশাসন সবটা খতিয়ে দেখছে।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version