Friday, November 14, 2025

প্রদেশ চেয়ারম্যান! রাজ্য কংগ্রেসের সংগঠনে বাইরনকে অধীরের সমান্তরাল পদ?

Date:

এবার কি তাহলে কোপ পড়ল অধীর চৌধুরীর ঘাড়ে? প্রদেশ কংগ্রেসে কি অধীরের গুরুত্ব কমতে চলেছে? রাজ্য সংগঠনে সমান্তরাল পদ তৈরি হয়েছে? অধীরের ক্ষমতা খর্ব করতে সেই পদে বসানো হচ্ছে তাঁরই জেলা মুর্শিদাবাদের সাগরদিঘির নব নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাসকে? গত কয়েক ঘন্টা ধরে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত ইস্যু এটাই।

বিষয়টি ঠিক কী? সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। এমন একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! গতকাল, মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখতে পাওয়া যায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে রয়েছেন অধীর চৌধুরী, চেয়ারপার্সন পদ সৃষ্টি করে সেখান বসানো হয়েছে বাইরন বিশ্বাসকে।

বিভিন্ন সংবাদ মাধ্যমও খবরটি চাউর করে। এমন খবরে নড়েচড়ে বসে প্রদেশ কংগ্রেস নেতারা। বিভিন্ন সংবাদ মাধ্যমকে বাইরন বিশ্বাস প্রতিক্রিয়া দিতে থাকেন। তিনি বলেন, “জানতে পারলাম আমাকে প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। কিন্তু এব্যাপারে আনুষ্ঠানিক কোনও চিঠি আমি হাতে পাইনি। তেমন কোনও পদ পেলে আমি নিশ্চয় গর্বিবোধ করবো। দল নিশ্চয় আমাকে যোগ্য মনে করেছে। তাই যেমন দায়িত্ব দেবে তেমন কাজ করব।”

যদিও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয় বাইরন বিশ্বাসকে প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন পদে বসানো হয়নি। এমনকী তিনি দলে এখনও কোনও পদাধিকারী নন। দলে এমন কোনও নতুন পদ তৈরিও হয়নি।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বলে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য উইকিপিডিয়া পেজের একটি অংশ। প্রদেশ কংগ্রেস কমিটির এক নেতার কথায়, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে উইকিপিডিয়া পেজে এডিট অপশন ব্যবহার করে বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন পদে বসানোর ভুয়ো তথ্যটি দিয়েছে। এ বিষয়ে অবশ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version