Sunday, November 9, 2025

১০৩ বছর ধরে ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার কারিগর জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট

Date:

শিয়ালদহ বি বি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ১০৩ বছর পূর্তিতে স্কিল ফেয়ার ২০২৩ এর শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিউটের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত । উপস্থিত ছিলেন ট্রাস্টির ডিরেক্টর অনির্বাণ দত্ত, এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব দত্ত ,এক্সিকিউটিভ ডিরেক্টর অধিরাজ দত্ত ও ডিরেক্টর অনিন্দ্য দত্ত প্রমুখ।
জর্জ টেলিগ্রাফ ইনস্টিউটের প্রথম পথ চলা শুরু ১৯২০ সালে। ১০৩ বছরে তারা প্রায় ৭০ টি ব্রাঞ্চ গোটা পশ্চিমবঙ্গে তৈরি করেছেন। প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রীর প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রায় একশর বেশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে এই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে। এখান থেকে পড়ুয়ারা তাদের দক্ষতা তুলে ধরতে পারেন শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী পছন্দের কোর্স করার সুযোগ পান এই ট্রেনিং স্কুল থেকে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত জানালেন, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট সকল ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পর কর্মসংস্থানের ব্যবস্থা করে। সংস্থা এখান থেকে ১০০% ছাত্র-ছাত্রীদের জব প্লেসমেন্ট দিয়ে থাকে। যারা পাশ করে বেরিয়ে গেছেন, তারা অনেকেই কারিগরি শিক্ষার উপর ব্যবসা থেকে শুরু করে বড় বড় কোম্পানিতে কাজ করছেন।

মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা তাদের কারিগরি শিক্ষার উপর বিভিন্ন প্রজেক্ট তৈরি করে মানুষের সামনে তুলে ধরেন।প্রায় দুই থেকে তিন মাসের কঠোর পরিশ্রমে তাদের এই প্রজেক্টগুলি তুলে ধরেন এই প্রদর্শনীতে।

এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা যে প্রজেক্টগুলি তুলে ধরেন তার মধ্যে ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশন অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়ার এন্ড এডভান্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং,, কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড এডভান্স নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, সোলার পাওয়ার টেকনোলজি, প্যারামেডিকেল সায়েন্স , বিউটি এন্ড ওয়েলনেস, ফিনান্স, ইন্টেরিয়র প্রভৃতি।
এছাড়াও জজ টেলিগ্রাফ সুভাষ ওপেন ইউনিভার্সিটি এন্ড পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও ব্যাংকের এক্সিকিউটিভ পরিদর্শন করেন এই ফেয়ার। সঙ্গে ছিল একটি সঙ্গীত অনুষ্ঠান এবং কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ। সব মিলিয়ে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version