Saturday, January 17, 2026

স্ত্রীর বান্ধবীর নামেও ফ্ল্যাট শান্তিপ্রসাদের! CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর গ্রেফতার। এবার চার্জশিট পেশ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। SSC-র নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার (Shantiprasad Sinha) বিষয়ে সেখানে চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে CBI। বুধবার নিয়োগ মামলার একটি অতিরিক্ত চার্জশিট পেশ করে তারা জানায়, ওই ফ্ল্যাটটি শান্তিপ্রসাদ কিনেছিলেন তাঁরই স্ত্রীর বান্ধবীর নামে!

সিবিআই চার্জশিট অনুযায়ী, নিজের ফ্ল্যাটের উল্টোদিকের কমপ্লেক্সেই স্ত্রীর বান্ধবীর নামে একটি ফ্ল্যাট কিনেছিলেন শান্তিপ্রসাদ। মাস কয়েক আগে সেখানে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এদিন, সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি ছিল। নিয়োগ দুর্নীতির ২টি মামলায় শান্তিপ্রসাদ-সহ ৬জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- তপসিলি উপজাতির তকমা চাই, কুড়মিদের দাবিতে সহমত মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য

সার্ভে পার্কে শান্তিপ্রসাদের ওই বেনামী ফ্ল্যাটে মার্চ মাসে এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ নগদ টাকা এবং দেড় কেজি সোনা উদ্ধার হয়। দেড় হাজার নামের একটি তালিকা পাওয়া গিয়েছিল বলে দাবি সিবিআইয়ের। চার্জশিটে সিবিআই জানায়, স্ত্রীর বান্ধবীর নামে ওই ফ্ল্যাটটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন শান্তিপ্রসাদ।

এদিন এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করে আদালতে। এই নিয়ে ২ দিনে ৩টি মামলায় চার্জশিট দিল সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ৭ নম্বর ধারা ছাড়াও ৪২০, ১২০বি, ৪০৯ ধারায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, আব্দুল খালেক, শান্তিপ্রসাদ-সহ ৬জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।

 

 

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...