Sunday, May 4, 2025

ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত: এগরা-কাণ্ড নিয়ে মোদি-শাহকে তো.প অভিষেকের

Date:

এগরার বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে এবার কেন্দ্রের মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, একশো দিনের টাকা না পেয়ে বাধ্য হয়ে এগরার বাজি কারখানায় যোগ দিয়েছিলেন। বিস্ফোরণে মৃত্যু হয় তাঁদের। এর দায় নরেন্দ্র মোদি-অমিত শাহ (Narendra Modi-Amit Shah) এড়াতে পারেন না বলে তীব্র আক্রমণ করেন অভিষেক। ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

“যে ২ মহিলা মারা গিয়েছেন, তাঁরা ১০০ দিনের কাজ করতেন। জবকার্ড হোল্ডার। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে পেট চালাতে বলে বাজি কারখানায় কাজ নিয়েছিল এর দায় কার!” প্রশ্ন তোলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ”১০০ দিনের টাকা দিলে দুর্ঘটনা ঘটলেও মানুষের প্রাণ যেত না। এই দু’জনকে হারাতাম না! বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আমি মনে করি, ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত। এই দুজন মহিলা বেঁচে থাকতে পারত, একশো দিনের টাকা পেলে।” এরপরেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ”২ কোটি ৬৫ লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা আটকে রেখেছে। নরেন্দ্র মোদি এসব কথা ভাবে না। আমাদের সরকার মানবিক। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হাজার টাকা দিই। আর আধার-প্যান সংযুক্ত করে ১০০০ টাকা কেড়ে নিচ্ছে মোদি সরকার।”

 

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version