Wednesday, November 5, 2025

এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্ত করবে সিআইডিই। এখনই কেন্দ্রীয় সংস্থা NIA তদন্তের প্রয়োজন নেই। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর NIA তদন্তের আবেদন খারিজ করে এমনটাই সাফ জানাল কলকাতা হাইকোর্ট। আগামী ১২ জুন সিআইডি রিপোর্টের তলব করেছে আদালত।

আরও পড়ুন:আপত্তি নেই মুখ্যমন্ত্রীর! তাও এনআইএ তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর

বুধবার এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। এদিন রাজ্যের তরফে এফআইআর করার কথা আদালতে জানানো হয়েছে। সিআইডি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে রাজ্য। বিস্ফোরক আইনে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১২ জুন এই মামলার পরবর্রতী শুনানি।খাদিকুল গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আরজি জানিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই আরজিও আদালতে ধোপে টেকেনি। পূর্ব মেদিনীপুরে এগরার খাদিকুল গ্রামের আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। সবমিলিয়ে এগরা কাণ্ডকে হাতিয়ার করে রাজ্যে ফের কেন্দ্রীয় সংস্থাকে ডেকে আনার শুভেন্দু অধিকারীর ছক আপাতত ভেস্তে গেল হাইকোর্টের নির্দেশে।
এদিনের সওয়াল জবাব চলাকালীন এগরার বিস্ফোরণের ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। যদিও তিনি সিআইডি তদন্তের উপরই আস্থা রেখেছেন। রাজ্য যে এফআইআর দায়ের করেছে তাতে বিস্ফোরণের ধারা নেই। যা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন আদালত জানিয়েছে, সিআইডি তদন্ত করে দেখবে এই ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না। বিস্ফোরক আইনে মামলা হলে নিয়ম মোতাবেক সিদ্ধান্ত গ্রহণের অধিকার NIA -র হাতে থাকবে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version