Tuesday, May 20, 2025

প্রথমে ৩৬ হাজার, তারপর সামান্য কিছুটা কমিয়ে ৩২ হাজার কর্মরত শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির এমন নির্দেশ খুব স্বাভাবিকভাবেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু একসঙ্গে এতগুলি মানুষের জীবিকা কেড়ে নেওয়ার জন্য উত্তাল সোশ্যাল মিডিয়াও। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বুলি আওড়ে হাজার হাজার নির্দোষ, যোগ্য কর্মরত শিক্ষককে বলি দেওয়ার বিরুদ্ধে সোচ্চার গোটা বাংলা। ট্রেনে-বাসে, বাজার-হাটে, রাস্তা-ঘাটে চায়ের দোকানে কান পাতলেই শোনা যাচ্ছে রাম-বাম উকিলদের অশুভ আঁতাতের গল্প।

রাজ্য সরকারকে বিপাকে ফেলতে এই যে ৩২ হাজার শিক্ষকের চাকরি খেলেন ফেরদৌস শামিমদের মতো সিপিএম ও বিজেপি ঘেঁষা কিছু আইনজীবী। যার প্রভাব আগামিদিনে রাজ্য রাজনীতিতে পড়তে বাধ্য। এবং সেটা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য বুমেরাং।চাকরিহারা,তাদের পরিবার ও শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে “নো ভোট টু বিজেপি”, “নো ভোট টু সিপিএম”!

সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে গুচ্ছ গুচ্ছ পোস্ট, যার সিংহভাগই বাম কিংবা বিজেপি সমর্থকদের! চাকরি হারিয়ে বাম-রাম মোহ ভঙ্গ হয়েছে তাঁদের। আগামীর নির্বাচনে সিপিএম বা বিজেপি মনোবাভাপন্ন চাকরি হারা শিক্ষদের ভোট রাম-বামের বাক্সে যে পড়ছে না সেটা নিশ্চিত! সৌজন্যে ফেরদৌস শামিমের মতো আইনজীবী।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও উত্তাল সোশ্যাল মিডিয়া। তাঁর বিচার প্রক্রিয়া নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার ৬ বছর পরেও এই মামলা কেন গ্রহণ করল সিঙ্গল বেঞ্চ? হাইকোর্টের একাধিক এজলাসে এই নিয়োগ মামলাতেই পর্যবেক্ষণ আছে। কীভাবে এত পুরনো একটি মামলা গ্রহণ করা হয়? ২০১৭ সাল থেকে ২ বছর প্রবেশন পিরিয়ড ছিল। সেই সময় কেউ চ্যালেঞ্জ করেননি কেন? বিচারপতির সিঙ্গল বেঞ্চ এই শিক্ষকদের কাউকে মামলায় যুক্ত করেননি কেন? কারও বক্তব্য শোনেননি কেন?

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version