Wednesday, August 20, 2025

দলের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইমরানকে কড়া বার্তা পাক প্রেসিডেন্টের

Date:

সরকারি সম্পত্তি ভাংচুর থেকে সেনাবাহিনীর উপর হামলা, গত কয়েকদিনে ইমরান খানের(Imran Khan) সমর্থকদের কর্মকাণ্ড সারা বিশ্বে নিন্দার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইমরানকে নিজের দলীয় সমর্থকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি(Arif Alvi)। পাশাপাশি জানা যাচ্ছে শুক্রবার ফের ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাতে পারে লাহোর পুলিশ।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের(Pakistan) প্রেসিডেন্ট বলেন, “সেনার দপ্তর সরকারি সম্পত্তির উপর আক্রমণের শুধু নিন্দা করলেই চলবে না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে হবে। এমন অশোভন ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তা নিশ্চিত করতে হবে।” নিজের বক্তব্যে পাক প্রেসিডেন্ট ইমরানের নাম উচ্চারণ না করলেও তার নিশানা যে প্রাক্তন প্রধানমন্ত্রী তা বেশ স্পষ্ট। কারণ গত ৯ মে ইমরানের দলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান সরকার। নিজের সাক্ষাৎকারে পাকিস্তানের রাষ্ট্রপতি আরো বলেন, “দেশব্যাপী হিংসার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে অভিযুক্তদের মানবাধিকারের কথাও মাথায় দেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

উল্লেখ্য, ইমরানের গ্রেফতারির পর দেশ জুড়ে হিংসায় সরব হয়ে উঠেছিল পিটিআই সমর্থকরা। তার অবশ্য নিন্দায় সরোভন ইমরান সহ দলীয় নেতৃত্বরা। তবে পাক সরকার অভিযোগ জানায়, দেশব্যাপী হিংসার ঘটনায় মূল অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে ইমরান। যদিও সে অভিযোগ উড়িয়ে দেয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version