Sunday, August 24, 2025

মরুরাজ্যে মরুঝড়ের মুখে কংগ্রেস: পাইলট-গেহলট সমর্থকদের মধ্যে হাতাহাতি

Date:

রাজস্থানে শচীন পাইলট (Sachin Pilot) এবং অশোক গেহলট(Ashok Gehlot) সমস্যা ফের চরম আকার নিল। মরু রাজ্যে কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে ‘বাকযুদ্ধ’ চলছিল এতদিন। এবার তাঁদের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হল রাস্তায়। রাজস্থান কংগ্রেসের এই অন্তরদ্বন্দ্বে চিন্তায় হাই কম্যান্ড।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জয়পুরে কংগ্রেসের (Congress) বৈঠকে দুই নেতার অনুগামীদের মধ্যে রীতিমতো কোন্দল শুরু হয়। মুহূর্তে তা হাতাহাতির রূপ নেয়। কংগ্রেসের তরফে এই এলাকার কর্মীদের মতামত জানানোর জন্য সভার আয়োজন হয়েছিল। সেটাই একপ্রকার রণক্ষেত্র আকার ধারণ করে। একাধিক কংগ্রেস কর্মী আহত হন। শেষে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

রাজস্থানে পাইলট-গেহলট দ্বন্দ্ব নতুন নয়, ২০২০ সালে রাজস্থানের তৎকালীন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের নেতৃত্বে বিদ্রোহ শুরু করেন তাঁর অনুগামীরা। মুখ্যমন্ত্রী পদে অশোক গেহলটের পরিবর্তে পাইলটকে বসাতে চেয়ে আন্দোলন শুরু হয়। পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় পাইলটকে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকে গেহলটের হাতেই। তবে হাইকম্যান্ডের হস্তক্ষেপেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দিন কয়েক আগে নিজের দলের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মুখ্যমন্ত্রী গেহলটকে তিনি দিন পনেরোর সময় দিয়েছেন। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version