এই বছরের মাধ্যমিকের ফল প্রকাশের পর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ স্কুলের (mahesh shri ramakrishna ashram vivekananda vidyalaya) জয়জয়কার চারিদিকে। প্রথম দশে ৩ জন, সপ্তম স্থানে জিষ্ণু ঘোষ (Jishnu Ghosh)প্রাপ্ত নম্বর ৭৮৬ নাম্বার। ৬৮৪ পেয়ে নবম স্থানে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম স্কুলের (mahesh shri ramakrishna ashram school) ছাত্র শুভ্র সাধুখা (Subhra Sadhukha)। মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ স্কুলের অয়ন দ্বীপ সেনগুপ্ত (Ayandeep Sengupta) দশম স্থান অধিকার করেছে (প্রাপ্ত নম্বর ৬৮৩)। এছাড়াও একাদশ স্থানও অধিকার করেছেন ওই স্কুলেরই ছাত্র, নাম স্বর্ণদ্বীপ পাল। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবছরের পরীক্ষায় পাশ করেছেন ৮৬.১৫ শতাংশ। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguly) জানান, এবারের পরীক্ষায় ৫ লাখ ৫৪ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৭৬ শতাংশ। তবে প্রথম দশে কলকাতার স্থান না হলেও হুগলি জেলায় সাফল্যের জোয়ার। মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ স্কুলের ছাত্রদের সাফল্যে উৎসাহিত প্রধান শিক্ষক প্রণব ঘোষ।