গ্রেফ.তার বাংলাদেশের বিত.র্কিত গায়ক নোবেল!

প্রতার.ণার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন নোবেলকে। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তাঁর জামিন হয়নি।

বাংলার রিয়ালিটি শো তে যত না জনপ্রিয় হয়েছিলেন, বাংলাদেশে (Bangladesh) একাধিক নেতিবাচক কাণ্ডের জেরে তার থেকেও বেশি সমালোচিত বিতর্কিত গায়ক মইনুল এহসান নোবেল (Mainul Ahsan Noble) । সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে মাতলামি করার অভিযোগ উঠেছিল আর এবার সরাসরি গ্রেফতারি। প্রতারণার অভিযোগে ঢাকা পুলিশের (Dhaka Police) তরফে গ্রেফতার করা হয়েছে গায়ক নোবেলকে (Singer Noble)।

সূত্র মারফত জানা যাচ্ছে একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অগ্রিম টাকা নিয়েও শেষ পর্যন্ত সেখানে যাননি নোবেল। অগ্রিম টাকার পরিমাণ ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা। শরীয়তপুরের এক হাইস্কুলের রি-ইউনিয়ন অনুষ্ঠানে গান না গাইতে যাওয়ায়, গত শুক্রবার তাঁর বিরুদ্ধে বাংলাদেশের মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়। নোবেলের নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। রবীন্দ্রনাথ থেকে নজরুল সকলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নোবেল। ব্যক্তিগত জীবনের কুৎসাও সমাজমাধ্যমের প্রকাশ্যে এসেছে। এবার প্রতারণার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন নোবেলকে। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তাঁর জামিন হয়নি।