Wednesday, November 5, 2025

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajib Gandhi) ৩২ তম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার দিল্লির ‘বীর ভূমি’-তে বাবার স্মৃতি সৌধে সম্মান জানান ছেলে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও মেয়ে তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। এদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেসের সঙ্গে একাধিক বিষয়ে মতানৈক্য হলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে স্মরণ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী ও অভিষেক। পাশাপাশি এদিন সকালে দিল্লিতে রাজীব স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজীব পত্নী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

উল্লেখ্য, ১৯৮৪ সালে দেহরক্ষীদের গুলিতেই প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। তাঁর মৃত্যুর পরই কংগ্রেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব। সবচেয়ে কম বয়সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণ করেন তিনি। সেই সময় রাজীব গান্ধীর বয়স ছিল মাত্র ৪০ বছর। ১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন ছিলেন রাজীব গান্ধী। তাঁর নেতৃত্বে ওই বছরের নির্বাচনে রেকর্ড পরিমাণ আসন জেতেছিল কংগ্রেস।

অন্যদিকে, রাজীব গান্ধীর সঙ্গে বরাবরই হৃদ্যতার সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে বোনের মতই দেখতেন রাজীব। এরপরই মমতাকে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছিলেন, পাশাপাশি তাঁর হাতে তুলে দেন বহু গুরুদায়িত্বও। তবে সময় যত গড়িয়েছে কালের নিরিখে কিছুটা হলেও দু’দলের মধ্যে দূরত্ব বেড়েছে। তবুও পুরনো সম্পর্ককে ভুলে যাননি মমতা। দলের সঙ্গে দূরত্ব বাড়লেও রাজীব গান্ধীর প্রতি বাংলার মুখ্যমন্ত্রীর যে শ্রদ্ধা তা এদিন ফের একবার চোখে পড়ল।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version