Wednesday, May 7, 2025

মুম্বইয়ের বস্তি থেকে বিশ্ববিখ্যাত বিউটি ব্র্যান্ডের মডেল, কীভাবে ভাগ্যবদল ‘বস্তির রাজকুমারি’র

Date:

মুম্বইয়ের (Mumbai) ধারাভি (Dharavi) বস্তির বাসিন্দা বছর ১৪-এর মালীশা খারওয়া (Maleesha Kharwa)। বস্তির এই মেয়েই বর্তমানে বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ড ‘ফরেস্ট এসেনশিয়ালস’ (Forest Essentials)-এর ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ। ২০২০ সালে মুম্বইয়ে মালীশাকে আবিষ্কার করেছিলেন হলিউড অভিনেতা রবার্ট হফম্যান। পরে তিনি মালীশার জন্য একটি ‘গো ফান্ড মি’ পেজও তৈরি করে দিয়েছিলেন। বর্তমানে সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। তার পোস্টগুলিতে হ্যাশট্যাগ দেওয়া থাকে, ‘প্রিন্সেস ফ্রম স্লাম’ (#princessfromtheslum) অর্থাৎ বস্তির রাজকুমারি।

উল্লেখ্য, গত এপ্রিলে মাসে ‘ফরেস্ট এসেনশিয়ালস’ ব্র্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে মালেশার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। ওই ভিডিয়োতে মালীশাকে তাদের দোকানে প্রবেশ করতে দেখা গিয়েছে। দোকানটি সাজানো ছিল মালেসারই ছবি দেওয়া বিজ্ঞাপনটি দিয়ে। মালীশার কাহিনি সকলকে মনে করিয়ে দেয় যে, স্বপ্নও সত্যি হয়। ভিডিয়োটি নেট দুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই বস্তির ঘর থেকে বিলাস বহুল ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন মালীশাকে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফরেস্ট এসেনশিয়ালস-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান ম্যানেজিং ডিরেক্টর মীরা কুলকার্নি জানিয়েছেন, তাঁদের ‘যুবতী কালেকশন’ শুধুমাত্র একজন মালীশার স্বপ্নকেই সফল করেনি, বরং সামগ্রিকভাবে তরুণ মনকে আরও শক্তিশালী করতে অবদান রেখেছে।

তবে মালীশা জানিয়েছে, মডেলিং করা তার স্বপ্ন হলেও, সে সবসময় শিক্ষাকেই প্রাধান্য দেবে। বাকি সব কিছু তার পরে ভাববে সে।

 

 

Related articles

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও...

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...
Exit mobile version