১) ব্যর্থ গেল বিরাট কোহলির শতরান। আইপিএল থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন গুজরাত টাইটান্সের কাছে ৬ উইকেটে হারল আরসিবি। গুজরাতে হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। আরসিবি ম্যাচ হারায় প্লে-অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

২) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন হায়দারাবাদকে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ক্যামারুন গ্রিন।
৩) নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের পরামর্শ মতোই হচ্ছে সবটা। জানা যাচ্ছে, এই মাসের শেষদিকেই লাল-হলুদ কোচ কলকাতায় চলে আসবেন।

৪) কেকেআর ম্যাচে ইডেনে আটকে দেওয়া হল সবুজ-মেরুন সমর্থকদের, ক্ষোভ প্রকাশ মোহনবাগানের। এই নিয়ে মোহনবাগানের পক্ষ থেকে বলা হয়, “কেকেআর ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।”

৫) ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার প্রিমিয়র লিগের খেতাব জয় নিশ্চিত করল তারা। লিগের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে যাওয়ায় ফলে ইপিএল-এর শিরোপা নিশ্চিত করল পেপ গুয়ার্দিওলার দল।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
