Tuesday, November 4, 2025

বিজেপির অ.স্ত্রেই কটাক্ষ কংগ্রেসের, কর্নাটক বিধানসভা গোমূত্র দিয়ে শুদ্ধিকরণ

Date:

শনিবারই কর্নাটকের  (Karnataka) মসনদে বসেছে কংগ্রেস (Congress)। মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ (Chief Minister) করেছেন সিদ্দারামাইয়া (Siddaramaih)। এবার ক্ষমতা হাতবদলের পর কর্নাটক বিধানসভায় শুদ্ধিকরণ কর্মসূচি চালাল কংগ্রেস। গোমূত্র দিয়ে ধোয়ানো হল বিধানসভা ভবন। যাকে কেন্দ্র করে ফের বিতর্কে জড়িয়েছে হাত শিবির। এই ইস্যুতে দেশের সবচেয়ে প্রাচীন দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি (BJP)।

গত শনিবার বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হন ডিকে শিবকুমার (DK Shivkumar)। শপথগ্রহণের দু’দিনের মাথায় বিধানসভা ভবনে গেলেন তাঁরা। সিদ্দা ও শিবকুমারের সঙ্গে ছিলেন নব নির্বাচিত কংগ্রেস বিধায়করা। কর্নাটকের বিধানসভা ভবনের নাম ‘বিধান সৌধ’। এদিন সেখানে পৌঁছে গোমূত্র দিয়ে গোটা ভবনের ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি চালায় কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি, বিজেপিকে দুর্নীতিগ্রস্তদের দল বলেও উল্লেখ করেন তাঁরা। এদিন শুদ্ধিকরণ কর্মসূচি শেষে প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার বলেন, বিধান সৌধকে পরিষ্কার করতে এসেছিলাম। সেই কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি শুদ্ধিকরণের জন্য গোমূত্র ব্যবহার করতে হয়েছে।

উল্লেখ্য, ‘দুর্নীতির রেট কার্ড’-এ মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপি আড়াই হাজার কোটি টাকা নিয়েছে বলে দাবি কংগ্রেসের। এছাড়া মন্ত্রী হতে ৫০০ কোটি টাকা দিতে হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানির প্রসঙ্গও তোলেন হাত শিবিরের নেতা-নেত্রীরা। চলতি নির্বাচনে ১৩৫ আসন জিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন হাত শিবির। অন্যদিকে ৬৫ আসনে নেমে গিয়েছে বিজেপি।

 

 

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version