Saturday, November 15, 2025

বিধায়ক তাপস রায়ের বক্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধলেও তিনি স্পষ্ট বললেন যে তার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। তিনি বললেন, “আমার থেকে অনেক কম যোগ্যরা মন্ত্রী।” যদিও বিধায়কের দাবি, তার মন্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আসলে তিনি বলতে চেয়েছেন,দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করুন,দল সব লক্ষ্য রাখবে। এই বার্তাই তৃণমূলের সর্বস্তরের কর্মীদের দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি বিধায়ক তাপস রায়।

কঠিন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কর্মীদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কী পেলাম, কী পেলাম না, কী পাওয়া উচিত ছিল তার চুলচেরা বিশ্লেষণ করে দলের কাজ করা যায় না। এখানে আন্তরিকতাটাই আসল কথা। তাঁর এই অবস্থানের কথা সোমবার নিজেই স্পষ্ট করেছেন তাপস রায়।

রবিবার নিজের বিধানসভা কেন্দ্র বরাহনগরে মহিলা তৃণমূল কংগ্রেসের সভায় তাপস রায়ের বক্তব্য, সাধারণ কর্মীদের উদ্দীপিত এবং উৎসাহিত করতে আমি কিছু উদাহরণ দিয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম, কিছু পেলে দল করব, না পেলে করব না- এই মনোভাব ঠিক নয়। কাজ করলে দলই যথাসময়ে যথাযথ স্বীকৃতি এবং জায়গা দেবে। এই প্রসঙ্গেই আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কিছু পাওয়ার আশা না করে নিষ্ঠার সঙ্গে দলের কাজ করে যাওয়ার উদাহরণ দিয়েছিলাম।দলের সঙ্গে কোনও বিরোধ নেই এবং দলকে অস্বস্তিতে ফেলার মতো কোনও কাজ করেন না বলেও এদিন সাফ জানিয়েছেন তাপস রায়।

Related articles

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...
Exit mobile version