লিজ নেওয়ার জমির অধিকার পেতে নয়া নিয়ম, জমির বাজার দরের ১৫ শতাংশ টাকা দিতে হবে সরকারকে

লিজ নেওয়া জমির অধিকার পেতে হলে বাজার দরের ১৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। সোমবার রাজ্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। শিল্প তালুক, আবাসন ও কৃষি প্রকল্পের জন্য লিজের জমি নিতে গেলে জমির যা বাজার মূল্য তার ১৫ শতাংশ নেবে রাজ্য।  সল্টলেক ও কল্যাণীকে বাদ রেখে কলকাতা সহ বিভিন্ন জেলায় ১৮টি ডেভেলপমেন্ড অথরিটি ইতিমধ্যে তাদের লিজ দেওয়া জমি নিঃশর্ত মালিকানা নীতি ঘোষণা করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতর এজন্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড কনভারশন (লিজ় হোল্ড ল্যান্ড টু ফ্রি হোল্ড)-২০২২ বিজ্ঞপ্তি দিয়ে কত টাকা দিলে মালিকানা মিলবে, তাও নির্ধারণ করে দিয়েছে। এই ১৮টি ডেভেলপমেন্ট অথরিটির এলাকার বাইরের বাকি সরকারি জমির মালিকানা দেওয়ার জন্য দাম এবার স্থির হলো।

প্রসঙ্গত, গত বছরই রাজ্য সরকারের আয় বাড়াতে লিজে়র ভিত্তিতে নেওয়া সরকরি জমি নিঃশর্ত মালিকানা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ১৯৫৫ সালের ভূমি আইন সংশোধন করে বিধানসভায় বিল পাশ করা হয়। এর প্রেক্ষিতেই রাজ্য ভূমি ও ভূমিরাজস্ব দপ্তর বিধি তৈরি করেছে। তাতে লিজে়র ভিত্তিতে নেওয়া জমির মালিকানা দিতে কী দাম নেওয়া হবে, তার সুস্পষ্ট রূপরেখা তৈরি করেছে। এর ফলে জমির মালিকানা পেলে শিল্প সংস্থাগুলিকে অন্য কাজে ব্যবহার করার জন্য বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখতে সরকারের অনুমতি নিতে হবে না।

আরও পড়ুন- আটকাতে পারল না প্রাকৃতিক দুর্যোগ! বৃষ্টি মাথায় রোড শো অভিষেকের