নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠল বাস! আহ*ত ৩ মেট্রো কর্মী 

প্রতীকী ছবি

সাতসকালে মহানগরে ভয়াবহ দুর্ঘটনা । নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে এল বাস। যার জেরে গুরুতর আহত তিন মেট্রো কর্মী।

আরও পড়ুন:আর কয়েকঘণ্টার অপেক্ষা!আজ বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ শিয়ালদহ থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই একটি বাস। বিবাদী বাগের কাছে আসতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তা ফুটপাতে উঠে যায়। মহাকরণের কাছে বিবাদী বাগের ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। যার জন্য তৈরি হয়েছে অস্থায়ী গুমটিও। যেখানে কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম থাকে। বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় সেই গুমটি। বাস হেমন্ত বসু সরণির ফুটপাতে উঠে এসে সেখানে উপস্থিত তিন মেট্রো কর্মীকে ধাক্কা দেয়। তাতেই গুরুতর আহত হন তাঁরা।
সাতসকেলের এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যানচলাও। তবে পুলিশি তৎপরতায় দ্রুত সমস্যা সমাধান হয়।